১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

মহেশখালী বধ্যভূমি পরিদর্শনে উর্ধ্বতন তদন্ত টিম

Moheshkhali Pic- 05-04-2015 (1)
মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে মহেশখালীতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম মহেশখালীর বধ্যভূমি ও গণকবর সরজমিন পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধন ট্রইব্যুনালের উচ্চ পর্যায়ের তদন্ত টিম। গতকাল ৫ এপ্রিল রবিবার সকাল ৯ ঘটিকা থেকে মহেশখালী উপজেলাধীন কালারমারছড়া ইউনিয়নের মহেশখালীর প্রথম শহীদ পরিবার মোঃ শরীফ চেয়ারম্যানের সমাধিস্থল ও তাকে হত্যার কেন্দ্রস্থল পরিদর্শন করেছেন। এতে মোঃ শরীফের পুত্র বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহীম তদন্ত টিমের সহিত কথাবার্তা বলেন এবং তার পিতার সমাধিস্থল ও বিস্তারিত বর্ণনা করেন। এরপর হোয়ানক ইউনিয়নের পুইছড়ায় ১৯৭১ সালে হত্যা করে গণকবর ও বধ্যভূমি দেওয়া হয় তাহা পরিদর্শন করেন। এরপর কালাগাজীরপাড়া বধ্যভূমি পরিদর্শন করেন। এরপরে বড় মহেশখালী দেবাঙ্গাপাড়া বধ্যভূমি গণকবর পরিদর্শন করেন। এরপর পুটিবিলা কায়স্থপাড়া বধ্যভূমি, ঘরবাড়ী পরিদর্শন করেন। এরপর পালপাড়া বধ্যভূমি ও গণকবর পরিদর্শন করেন। এরপর পশ্চিম ঠাকুরতলা গণকবর ও সমাধিস্থল পরিদর্শন করেন। পূর্ব ঠাকুরতলা গণকবর ও বধ্যভূমি পরিদর্শন করেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্যের তদন্ত টিম প্রত্যেকটি বধ্যভূমি ও গণকবর সমাধিস্থল পরিদর্শনকালে ১৯৭১ সালে যে পরিবারের লোকজনকে নির্মমভাবে হত্যা করেছে সেই পরিবারের লোকজন ও তাদের আতœীয়স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে তদন্ত টিম মূল হত্যাকারীদের ও তাদের দোসরদের পূর্ণাঙ্গ সনাক্ত করেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন টিমের প্রধান আইজিপি হান্নান শাহ ১, আইজিপি ২ ছানা উল্লাহ, এডভোকেট রানা দাশ দত্ত, বারিষ্টার তপন কান্তি ভৌমিক, এ.এস.পি নুুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ছালেহ আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তদন্তকালে সাহায্য সহযোগিতা করেছেন। তদন্ত টিম প্রধান বলেন, নির্ভয়ে স্বাক্ষী প্রদান করবেন, কোন যুদ্ধ অপরাধীকে তিল পরিমাণও ছাড় দেওয়া হবে না। অবশ্যই আইনের কাঠগড়ায় দাড় করাব। যুদ্ধকালীন সময়ে যাদের ঘরবাড়ী পুড়িয়ে মানুষ হত্যা করেছে বর্তমান সরকার কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।