২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

মরিচ্যা যৌথ চেকপোস্টে ৩ কোটি ৭৯ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ,আটক-১

শ.ম.গফুর,উখিয়া:

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে
৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি’।
আটক তোফায়েল (১৯) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ডিঙ্গা পাড়ার আমিনুল হকের ছেলে।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত একটি সিএনজি জব্দ করা হয়।যার মূল্য ৪ লাখ টাকা।

বিজিবি সুত্র জানায়,১৭ সেপ্টেম্বর দিনের ১২ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজিসহ তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। ধৃতের চালিত গাড়ী তল্লাশী কালে বিশেষ কায়দায় লুকায়িত ১২ টি কার্ডে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।যার মূল্য ৩ কোটি ৭৫ লাখ ও একটি সিএনজি জব্দ করা হয়।যার মূল্য ৪ লাখ টাকা।

বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি)’র অধিনায়ক
মো.ইব্রাহীম ফারুক আটক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়োজিত বিজিবি’র জোয়ানরা
কুতুপালং হয়ে ছেড়ে আসা কক্সবাজার মুখী একটি সিএনজি থামানোর সংকেত দেয়।এসময় পালানোর প্রাক্কালে চালক কে ধৃত করে।চালক তোফায়েলের স্বীকারোক্তি মতে ইয়াবাগুলো একটি সিএনজিসহ উদ্ধার
করা হয়।

ধৃত আসামী, উদ্ধার ইয়াবা এবং জব্দ সিএনজি সহ রামু থানায় সোপর্দ করা হয়েছে,মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,বিজিবি’র এ কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।