২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

ব্যাংককে সত্যপ্রিয় মহাথের’র মহাসংঘদান ও স্মৃতিচারণ সভা ১১ অক্টোবর

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, বাংলাদেশ সরকার কর্তৃক ২১শে পদকে ভূষিত, দক্ষিণ চট্টলার আঞ্চলিক সংঘনায়ক, মায়ানমার সরকার কর্তৃক আগ্গামাহা সাদ্ধাম্মাজ্যোতিকাধ্বজা উপাধি প্রাপ্ত, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, বিনয়াচার্য, সর্বজন শ্রদ্ধেয়, পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের (বড়ভান্তে) এর পারলৌকিক নির্বাণ শান্তি-সুখ কামনায় পুণ্যরাশি দান উপলক্ষে “মহাসংঘদান ও স্মৃতিচারণ সভা” থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মহাসংঘদান ও স্মৃতিচারণ সভার ব্যানার
সত্যপ্রিয় মহাথের এর শিষ্য ও প্রশিষ্য ও ভক্তরা এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বলে জানা গেছে।

প্রধান আয়োজক মৈত্রীরতন ভিক্ষু(শিমু) ও জ্যোতি আর্য ভিক্ষু বলেন, ২১শে পদক প্রাপ্ত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের আমাদের জন্য একজন আদর্শ। তিনি আমৃত্যুকাল অবধি পরকল্যাণে নিজেকে নিয়জিত রেখেছিলেন। ভদন্ত সত্যপ্রিয় মহাথের একজন বিনয়াচার্য ও জ্ঞান সাধক ছিলেন। তাঁর স্নেহ আর্শীবাদ পায়নি এমন মানুষ খুবই কম সমাজে। তাই তাঁর পারলৌকিক নির্বাণ সুখ শান্তি কামনায় আমরা এই পুণ্যকর্মের আয়োজন করতে যাচ্ছি। পাশাপাশি আমরা শ্রদ্ধেয় ভান্তের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবো। এতে ব্যাংককে অবস্থানরত সবার উপস্থিতি কামনা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।