১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

বাবার কারণেই নির্মাতা হয়ে ওঠা

বাবা শব্দটি ছোট হলেও এর বিশালতা অসীম। বাবা মানেই সন্তানের মাথার ওপর স্নেহচ্ছায়া বটবৃক্ষ। যিনি সন্তানের ভালোর জন্য জীবনের সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করেন। বাবা দিবসে নিজের বাবাকে নিয়ে কথাগুলো বলছিলেন এই সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্।

বান্নাহ্ বলেন, বাবা আমার জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ। গর্বিত বাবার ঔরসে জন্মেছি বলে। ছোটবেলা থেকে দেখেছি, ফুটবল-ক্রিকেটের প্রতি বাবার আগ্রহটা বেশি। এ কারণে আমাকে তিনি পড়াশোনা থেকে খেলাধুলায় বেশি সাপোর্ট দিতেন। চাইতেন, ছেলে ক্রিয়েটিভ কিছু করুক। হয়তো সে কারণেই আজ আমি নাট্য নির্মাতা।

সবাইকে ছেড়ে সবার মত বাবাও একদিন না ফেরার দেশে পাড়ি জমাবেন এমনটি ভেবে বড্ড মন খারাপ হয় বান্নাহ্র।

বললেন, যখন ভাবি বাবা একদিন সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে। তখন খুব কষ্ট লাগে। কান্নায় চোখ ভিজে যায়, ভিজে আসে।

কিছুদিন আগে তার বাবার হার্টে ব্লক ধরা পড়েছিল। জানালেন, সে মুহুর্তের অনুভূতিও।

বললেন, কিছুদিন আগে বাবার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছিল। ওই অবস্থায় তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল ৫০ ভাগ। তখন কি যে টেনশন হচ্ছিল, বলে বোঝাতে পারব না। জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল ওটা। শুধু কেঁদেছি, বিধাতার কাছে প্রার্থনা করেছি। আল্লাহ তুমি বাবাকে ফিরিয়ে দিও, সুস্থ করে দিও। লাখ লাখ শুকরিয়া, বাবা এখন সম্পূর্ণ ভালো আছেন।

নিজের বাবাকে পৃথিবীর সবচেয়ে ‘ভালো’ বাবা উল্লেখ করে বান্নাহ বলেন, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এই বাবার তুলনা হয়না। আমার সবকিছুই হল বাবা। পাওয়ার, স্ট্রেংথ সবকিছু। আমাকে তার মত করে বড় করে তোলার জন্য বাবাকে ধন্যবাদ জানাই।

বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই নির্মাতা বলেন, পৃথিবীর সকল বাবারা তাদের সন্তানদের ঘিরে ভালো থাকুক, ছায়ায় থাকুক। কোন বাবাকে যেন তাদের সন্তানদের ছাড়া থাকতে না হয়, বৃদ্ধাশ্রমে জীবনের বাকি দিনগুলো কাটাতে না হয়-বাবা দিবসে সেই প্রার্থনাই করব, জোরালোভাবেই করব।

বাবাকে অসম্ভব ভালোবাসেন বান্নাহ। নিজের থেকেও বেশি।

বললেন, বাবা তোমাকে অনেক ভালোবাসি, অনেক। যেটা বলে-লিখে শেষ করা যাবেনা। বাবার কাছে সব সময় একটা জিনিসই বায়না করি, বাবা তুমি অনেকদিন বেঁচে থাকো।

সৃষ্টিকর্তার কাছে বাবার জন্য রোজই প্রার্থনা করেন বান্নাহ্।

বললেন, প্রতিদিন বিধাতার কাছে একটাই প্রার্থনা করি, তুমি বাবাকে সুস্থভাবে দীর্ঘায়ু কর। তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।