১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

প্রথম আলোর ভাষা উৎসব এবার কক্সবাজারে

images

কক্সবাজারে প্রথম বারের মত অনুষ্টিত হতে যাচ্ছে প্রথম আলোর ভাষা উৎসব বা ভাষা প্রতিযোগ। আগামী ১৬ মে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই উৎসব চলবে। চারটি ক্যাটাগরীতে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ৯০০ শিক্ষার্থী এই উৎসবে যোগ দিচ্ছে।

আগামী ২৬ এপ্রিল সকাল ১০টা থেকে শহরের ঝাউতলাস্থ প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে শিক্ষার্থীদের রেজিষ্ট্রশন শুরু হবে। চলবে টানা কয়েকদিন।

এউপলক্ষে গতকাল বিকালে প্রথম আলো কার্যালয়ে বন্ধুসভার প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত ওই সভায় বক্তব্য রাখেন, প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানা, বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল, দিদারুল আলম, শাউলিন সুস্মিতা মোস্তফা, জাহেদ নুর জিতু, সাদমান সাকিব, লুৎফর রহমান তুষার, আনাছ বিন আফসার, শাফকাত শাহরিয়ার, ইনজামামুল হক, সুবাহ সিনথিয়া, নাজিয়া রাহা, ফাউজিয়া তাবাচ্ছুম, এহেসানুর রহমান, ইশতিয়াক ফেরদৌস, অনুপ বড়–য়া প্রমুখ।

প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা জানান, ‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’- এ শ্লোগানে এবছর দেশের বিভিন্ন অঞ্চলে ভাষা প্রতিযোগ উৎসব হচ্ছে। ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা উজ্জীবিত করতে এবার কক্সবাজারেও এই ভাষা উৎসব করা হচ্ছে। গণিত উৎসবের আদলে দিনব্যাপী ভাষা উৎসবেও থাকবে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা, ভাষার গান, দেশের কথা। প্রশ্নোত্তর পর্বে ভাল প্রশ্নের জন্য থাকছে বই পুরস্কার। তাছাড়া পরীক্ষায় অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীদের সনদ, বিজয়ীদের মেডেল প্রদান করা হবে। আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীরা যোগ দেবে ঢাকার জাতীয় উৎসবে।

রেজিষ্ট্রেশনের নিয়মাবলী :
১. ক-বিভাগ : চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি। ২. খ-বিভাগ : ষষ্ট, সপ্তম ও অষ্টম শ্রেণি ৩. গ-বিভাগ : নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী এবং ৪. ঘ-বিভাগ : একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী।

রেজিষ্ট্রেশনের সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্টানের পরিচয়পত্র অথবা বেতনের রসিদ প্রমান স্বরূপ দেখাতে হবে।

প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ :
০৩৪১-৬২৮৫৩/ ০১৭৭৫-৪২৪৬৪৬/ ০১৭১৪-৩৭৪৬৩৪

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।