২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

পৈত্রিক বসত ভিটার বিরোধ; বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে ‘পৈত্রিক বসত ভিটার বিরোধের’ জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর  মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

নিহত বেলাল হোসেন (৪০) ওই এলাকার মৃত মো. শাহাব উদ্দীনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে রফিকুল ইসলাম বলেন, কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ার বাসিন্দা মো. শাহাব উদ্দীন জীবিত থাকা অবস্থায় মেঝ ছেলে বেলাল হোসেন নিজে আলাদা বসত ভিটা কিনে পরিবার নিয়ে বসবাস করতেন। গত বছরখানেক আগে শাহাব উদ্দীন মারা যান। বাবার মৃত্যুর পর বেলাল হোসেন ভাইদের কাছে পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত ভিটার মালিকানা দাবি করেন। এ নিয়ে বড় ভাই মোস্তাক আহমদের সঙ্গে ছোট ভাই বেলাল হোসেনের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে গত কিছুদিন আগে বেলাল হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত ভিটার অংশ বিশেষ সীমানা ঘেরা দিয়ে ঘিরে ফেলেন। এতে বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় সালিশী বৈঠকের দিন ধার্য ছিল।
ওসি বলেন, “বৃহস্পতিবার দুপুরে বেলাল হোসেন সীমানা ঘেরা দেওয়া বসত ভিটা দেখতে যান। এসময় বসত ভিটার মালিকানা দাবি নিয়ে বড় ভাই মোস্তাক আহমদ ও ছোট ভাই বেলাল হোসেনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে উভয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে মোস্তাক হাতুড়ি দিয়ে বেলাল হোসেনকে আঘাত করেন। এতে বেলাল মাটি পড়ে গেছে আবার দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “

ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনায় জড়িত ভাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।