২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

পেকুয়ায় বিএনপি-ছাত্রদলের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৮

greptar

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তারের খবরে তাঁর এলাকা কক্সবাজারের পেকুয়া উপজেলায় বুধবার রাতে কয়েকটি গাড়ী ভাঙচুরের ঘটনায় বিএনপির-ছাত্রদলের ৩১ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা করেছে পুলিশ যার নং(নং ০৭) । পেকুয়া থানার এসআই শাহাজাহান কামাল বাদী হয়ে আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, পেকুয়া উপজেলা বিএনপি-ছাত্রদলের ৩১জনকে আসামী করা হয়েছে। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্নস্থান থেকে ৮ বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি কর্মী মো. নাছির উদ্দিন (২২), কবির হোসেন (৪৫), মো. রমিজ উদ্দিন (২৮), আবদুল হামিদ (১৮), আবদুল খালেক (৩০), দেলোয়ার হোসেন (৩৫), মো. মোশারফ হোসেন (৩৫) ও আবদুল কাদের (৩৪)। গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পেকুয়া থানার ওসি মো. আবদুর রকিব জানান, গাড়ি ভাংচুরের ঘটনায় ৮জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।