২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

পেকুয়ায় শীর্ষ ২ডাকাত আটক, ৭অস্ত্র ও ৩৮ গুলি উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় ৭টি অস্ত্র ও ৩৮টি গুলিসহ দুইজন শীর্ষ ডাকাতকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকায় র‌্যাবের এসআই প্রশান্ত কুমার ভৌমিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭টি অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকার আহমদ ছফার ছেলে আনছার (৪০) ও একই এলাকার মৃত বজল আহমদের ছেলে আবুল কাশেম কাছিম (৩৮)।

র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার ভৌমিক সাংবাদিকদের বলেন, আমাদেরর কাছে তথ্য ছিল যে,  রাজাখালী শীর্ষ ডাকাত আনছার রাজাখালী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে আনছার ও তার সহযোগী কাছিমকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের তল্লাশি করে ২টি দেশিয় এলজি এবং তাদের স্বীকারোক্তি মতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১টি ইয়ারগান, ২টি একনলা বন্দুক, ২ টি দেশীয় তৈরী এলজি ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার দুজনকে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র ও গুলিসহ পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামরুল আজম বলেন, ‘র‌্যাবের পক্ষ থেকে এজাহার দেওয়া হয়েছে। মামলা হিসাবে নথিভুক্ত করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।