১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

পিএসপিকে হারিয়ে ফাইনালে কলিম ‘সি’ গ্রুপ

images

গতকাল ২২ এপ্রিল রাত সাড়ে ৮টায় রেঁনেসা ক্রীড়া সংঘের নাইট মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুর্ষ্ঠিত হয়।
১ম সেমিফাইনালে মুখোমুখি হয় পিএসপি সাহেদ সুপার কিংস বনাম কলিম ‘সি’ গ্রুপ। উক্ত খেলায় কলিম ‘সি’ গ্রুপ পিএসপি সাহেদ সুপার কিংসকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
গত রাত সাড়ে ৮টায় মুখোমুখি হওয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী দল পিএসপি সাহেদ সুপার কিংস এর জালে ১৬ মিনিটিরে মাথায় বল জালে ঢুকান কলিম ‘সি’ গ্রুপের অন্যতম সেরা খেলোয়াড় ওসমান। গোল হজম করার পর পর সাদেকের নৈপূণ্যে ১৭ মিনিটে সমতায় ফিরে পিএসপি সাহেদ সুপার কিংস। প্রথমার্ধে কোন দলই আর গোল করতে সক্ষম হয় নি।
খেলার দ্বিতীয়ার্ধেও দু’দলই চমৎকার খেলা উপহার দেন দর্শকদের। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় কলিম ‘সি’ গ্রুপের শেডু গোল করে দলকে এগিয়ে দেন। পিএসপি সাহেদ সুপার কিংস আর গোল পরিশোধ করতে পারে নি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কলিম ‘সি’ গ্রুপের শেডু।
আজ ২৩ এপ্রিল ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে হাঁসি-খুশি গ্রুপ টেকপাড়া বনাম সিকদার পাড়া ক্রীড়া সংসদ।
আগামি ২৫ এপ্রিল দু’সেমিফাইনাল বিজয়ী দল নিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুর্ষ্ঠিত হবে।
আজকের খেলায় সংশ্লিষ্ট খেলোয়াড়বৃন্দকে যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষথেকে আহবান করা হয়।
উল্লেখ্য যে, আগামি ২৫ এপ্রিল শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
রেঁনেসা গোল্ডকাপ নাইট মিনিবার টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক হিমছড়ি।
রেঁনেসা গোল্ডকাপ নাইট মিনিবার টুর্নামেন্টের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন রেঁনেসা ক্রীড়া সংঘ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।