২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

নাসিরনগরে মসজিদ থেকে প্রতিমা উদ্ধার

protima
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবার একটি মসজিদের ভেতর থেকে আস্ত একটি লক্ষ্মী প্রতিমা উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কুণ্ডা ইউনিয়নের বিটুই গ্রামের বিটুই জামে মসজিদের ভেতর থেকে পুলিশ প্রতিমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাসিরনগর থানার ওসি আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই এলাকায় সংখ্যালঘুদের ওপরে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা এবং একজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই এ ঘটনা ঘটল।

নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, সকালে খবর পেয়ে প্রায় ২ ফুট উচ্চতার মূর্তিটি থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করার জন্য কেউ এমনটি করতে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এদিকে, মসজিদের ইমাম মো. শাহাব উদ্দিনের ধারণা, সরকার এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো.ছায়েদুল হকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোনও কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে।

মসজিদের ইমাম মো. শাহাব উদ্দিন আরও জানান, আজ ভোরে আজান দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে তিনি সেখানে প্রতিমা দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশ ও এলাকাবাসীকে জানান।

কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মো.ওয়াছ আলী জানান, রাজনৈতিক গ্রুপিং এর ফলে ফায়দা লুটার জন্য এমন হয়েছে। ঘটনার পর হিন্দু-মুসলমান মিলে সভা হয়েছে। পরবর্তীতে যাতে কেউ এমন ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

এমন ঘটনা ঘটিয়ে কেউ আমাদের এলাকায় হিন্দু-মুসলমান সম্পর্কের ভাটা আনতে পারবে না বলেও জানিয়েছেন চেয়ারম্যান ওয়াছ আলী।

-বাংলাট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।