২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা   ●  উখিয়ায় কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত   ●  দুর্নীতির মডেল উখিয়া পল্লীবিদ্যুৎ! ডিজিএম বললেন- ‘ভেতরের খবর’ আপনাকে দিবো কেন?

দুবাই নির্মান হচ্ছে – মিনিওয়ার্ল্ড পার্ক

2

এক্সপো২০২০কে সামনে রেখে দুবাই বিশ্বের সর্বোচ্চ পর্যটন ও অত্যাধুনিক নিরাপদ সিটিতে পরিচিত করার লক্ষ্যে সম্প্রতি Dubai Municipality (দুবাই পৌরসভা) এর সম্পূর্ণ তত্ত্বাবধানে “মিনি ওয়ার্ল্ড পার্ক” নামে বিশ্বের নামি দামি স্থাপত্যের একটি ক্ষুদ্র প্রদর্শিত পার্ক নির্মান করতে যাচ্ছে।

আরব বিশ্বের মধ্যে ধরনের কোনো পার্ক এটাই প্রথম। এখানে বিভিন্ন বিশ্বখ্যাতস্থাপত্য বিশেষ করেবুর্জ আল খলিফা, বুর্জ আল আরব, নিউইয়র্কের এম্পায়ার এস্টেট বিল্ডিং, চীনের ক্যান্টন টাওয়ার, টরেন্টোর সিএন টাওয়ার, মালয়েশিয়ার প্যাট্রনেস টুইন টাওয়ার এবং লন্ডন সিটির সুইস রে টাওয়ারসহ আরো অনেক প্রসিদ্ধ স্থাপত্যের ক্ষুদ্র সংস্করণ নির্মাণ করা হবে।

A Falcon city model is seen during the Cityscape real estate exhibition in Dubai
পাশাপাশি এখানে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন যেমন আবু সিম্বেল টেম্পল, মিশরের পিরামিড, আলজেরিয়ার প্রাচীনতম রোমান রুইনস, চীনের গ্রেট ওয়াল, লিবিয়ার লেপটিস মাগনা, সুদানের কিংডম অব কেরমা, মেক্সিকোর টেম্পল, রোমের কোলোসিয়াম, অ্যাথেন্সের অ্যাক্রোপোলিস, ইংল্যান্ডের টোনেহেঞ্জ এবং জর্ডানের পেট্রাও বসানো হবে। একই সঙ্গে থাকবে প্রাকৃতিক কিছু স্থাপত্য নিদর্শন। এর মধ্যে আছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, অস্ট্রেলিয়ার আইরিস রক উলুরু, লেবাননের রোওচে রক, মার্কিন যুক্তরাষ্ট্রের রাশমোর পর্বত, ফিলিপাইনের রাইস টেরেস, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের রিসারেকশন আইল্যান্ড এবং নায়াগ্রার জলপ্রপাত।

এই ছাড়াও এক্সপো২০২০কে সামনে Dubai Municipality তাদের অন্যান্য আরো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।