১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে তিন বাঘ শাবক সুস্থ

Picture Chakaria   0
চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন তিন বাঘ শাবকের জন্ম হয়েছে। গত মঙ্গলবার পার্কের বেস্টনীতে বাঘ জয় ও বাঘিনী জুঁই এ তিনটি বাঘ শাবক জন্ম দেন। বর্তমানে জন্ম নেয়া তিনটি শাবক ও তাদের বাবা জয় ও মা জুঁইকে পার্কের সহকারি ভেটেরিনারী সার্জন মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে চিকিৎসা ও তরল খাবার দুধ দেওয়া হচ্ছে। রাখা হয়েছে একই স্থানে। বৃহস্পতিবার পর্যন্ত তিনটি শাবক ও তাদের মা জুঁই সুস্থ রয়েছে।
সাফারি পার্কের বনবিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ২০১২ সালে র‌্যাব ও বনবিভাগের অভিযানে ঢাকার শ্যামলী এলাকার এক প্রভাবশালী ব্যক্তির বাড়ি থেকে দুই মাস বয়সের তিনটি বাঘ শাবক উদ্ধার করা হয়। পরে এ গুলোকে পাঠানো হয় ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে। ভেটেরিনারী বিভাগের লোকজনের পরিচর্যায় ক্রমান্নয়ে বেড়ে উঠতে থাকে এ তিনটি বাঘ শাবক। গতবছর বন্ধুত্বের প্রতিক হিসেবে বাংলাদেশ সরকার জাপানকে দুটি রয়েল বেঙ্গল টাইগার উপহার দেন। তার মধ্যে ডুলাহাজারা সাফারি পার্ক থেকে পাঠানো হয় জ্যোতিকে। তিনি আরো বলেন, গতবছরের ১৩ অক্টোবর জয়-জুঁইকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়। আর চলতিবছরের ৫ মে তাঁরা জন্ম দেন একে একে তিনটি বাঘ শাবক।
ডুলাহাজারা সাফারি পার্কে রেঞ্জ কর্মকর্তা মো.নুরুল হুদা বলেন, জন্ম নেওয়া তিনটি শাবক ও তাদের মা জুঁই সুস্থ রয়েছেন। ভেটেরিনারী বিভাগের কর্মীরা শাবক তিনটির নিবিড় পরিচর্যা করছেন। তিনি বলেন, বাঘ জয় ও বাঘিনী জুঁইকে বেড়ে উঠতে ও প্রজনন ক্ষেত্রে পার্কের ভেটেরিনারী বিভাগের লোকজন নিবিড় পরিচর্যা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।