১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যাদের নিয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্কঃ আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়েছে। দল থেকে বাদ পরেছেন লতা মন্ডল ও পান্না ঘোষ। মদলে ফিরেছেন মুর্শিদা খাতুন। প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার শোভানা মুশতারী। হাঁটুর চোটের জন্য আগেই বাছাই পর্ব থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য লেগ স্পিনিং অলরাউন্ডার রুমানা আহমেদ। ১৪ জনের দলে জায়গা না পাওয়া লতা আছেন অপেক্ষমানদের তালিকায়। সেখানে তার সঙ্গী শারমিন আক্তার ও সুরাইয়া আজমিন। ২০১৮ সালে দেশের হয়ে সবশেষ খেলেছিলেন মুর্শিদা। সেই বছরই দেশের হয়ে একটি ওয়ানডে খেলেন শোভানা।

এ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ডকে। ৩১ অগাস্ট পাপুয়া নিউ গিনির বিপক্ষে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের প্রথম ম্যাচ।পরে ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ও স্কটিশদের বিপক্ষে ৩ সেপ্টেম্বর মাঠে নামবে জাহানারারা।

আসরে ‘এ’ ও ‘বি’ গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ৫ সেপ্টেম্বর শেষ চারের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। আর শিরোপা নির্ধারণী ম্যাচ ৭ সেপ্টেম্বর। ফাইনালে ওঠা দুই দল যোগ্যতা অর্জন করবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। গত আসরে বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশের মেয়েরা।

বাছাইপর্বের আগে ১৫ অগাস্ট নেদারল্যান্ডসের উদ্দেশ্যে দেশ ছাড়বে মেয়েরা। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা। ওই ক্যাম্পে খেলবে চারটি প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক, সানজিদা ইসলাম, শোভানা মুশতারী, রিতু মণি, খাদিজা তুল কুরবা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা, শামিমা সুলতানা।

স্ট্যান্ডিং: লতা মণ্ডল, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।