২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

চকরিয়ায় ২ ‘মানবপাচারকারী’ গ্রেফতার

Arrest_1-375x239

মুক্তিপণের টাকা নিতে এসে জেলার চকরিয়া উপজেলার চকরিয়া বাস টার্মিনাল থেকে মঙ্গলবার রাতে সন্দেহভাজন দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার খুইল্লা মিয়ার ছেলে মো. শফি (৪৮) ও চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকার মোক্তার আহমদ কালুর ছেলে শহিদুল্লাহ নেজাম (২৮)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর  জানান, রাত ১১টায় চকরিয়া বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা উপজেলার বরইতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল শুক্কুরের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে এসেছিলেন।

তিনি জানান, শুক্কুরের ছেলে মালয়েশিয়ায় বন্দী আছেন। গ্রেফতারকৃতরা শুক্কুরের ছেলেকে মুক্তি দিতে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি শুক্কুর পুলিশকে আগে থেকে জানিয়েছিলেন।

ওসি বলেন, গ্রেফতার দু’জনই মানবপাচারকারী বলে কাছে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা চকরিয়া, পেকুয়া ও বাঁশখালী এলাকা থেকে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে সাগরপথে পাচার করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।