১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

চকরিয়ায় সমবায় দিবস পালিত

file-17
‘সমবায় দর্শন-টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি চকরিয়া উপজেলা পরিষদ মোহনা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল করিমের সভাপতিত্বে এবং চকরিয়া উপজেলা সমবায় অফিসার এম এ মান্নানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, বদরখালী সমিতির সহ-সভাপতি আলী আজম বাহাদুর, চিরিংগা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লিটন, সেলিম উল্লাহ এম এ, চকরিয়া দর্পন সমিতির সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া বিমানবন্দর সমবায় সমিতির সভাপতি আবু সওদাগর, সাধারণ সম্পাদক নুরুস শফি ছাড়াও চকরিয়ার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।