১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

চকরিয়ায় আন্তজেলা মাদক ব্যবসী ইয়াবা ধলু গ্রেফতার

chakaria-pic-24-11-161আন্তজেলা ইয়াবা ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য কামাল উদ্দিন (৪০) প্রকাশ ইয়াবা ধলুকে ৩ বস্তা বাংলামদসহ ২জন মাদক ব্যবসায়ীকে আজ ২৪ নভেম্বর বিকেলে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক স¤্রাট ও ইয়াবা ধলু চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মৌলভীরকুম বিনামারা এলাকার মোহাম্মদ শফির পুত্র বলে নিশ্চিত করেছে চকরিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ইয়াবা ধলুর অপর সহযোগী পৃর্ব বড় ভেওলা ইউনিয়নের শমশু মিয়ার বাজর এলাকার ফরুক আহমাদের পুত্র।

চকরিয়া থানা পুলিশ সুত্রে জানা গেছে, আজিজনগর থেকে ইয়াবা ধলু তার এক সহযোগীসহ ৩ বস্তা বাংলামদ নিয়ে গাড়িতে করে মৌলভীরকুম এলাকার মাদক আস্তানায় যাওয়ার পথে মাতামুহুরী ব্রীজ পার হওয়ার সময় গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি শক্তিশালী দল ওই এলাকায় অভিযানে চালায়। পুলিশ মাতামুহুরী ব্রীজ এলাকা থেকে ৩ বস্তা বাংলামদসহ কামাল উদ্দিন (৪০) প্রকাশ ইয়াবা ধলু ও জাহেদ উদ্দন (৪৩) কে গ্রেফতার করে চকরিয়া থানায় নিয়ে আসে।

মৌলভীরকুম এলাকাবাসী জানান, আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে ইয়াবা ধলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে এলাকার শান্তিপ্রিয় পরিবেশকে অশান্ত করে তুলেছে। স্থানীয় যুব সমাজের হাতে মরণ নেশা ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাজাঁসহ বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি করে আসলে ভয়ে কেউ তার প্রতিবাদ করতে পারতো না।

আজ ২৪ নভেম্বর বিকাল ২টার দিকে চকরিয় থানার ওসি জহিরুল ইসলাম খানের নির্দেশে এস আই মহীর খান ও এস আই দেবব্রত এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।