২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

গর্জনিয়া ইউনিয়ন বিএনপির ৬নম্বর ওয়ার্ড কমিটি অনুমোদন  

প্রেস বিজ্ঞপ্তি: রামুর গর্জনিয়া ইউনিয়ন বিএনপির ৬নম্বর ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বেলতলী বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম। প্রধান বক্তা ছিলেন, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মুহিবুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.তৈয়ব কালু, রামু উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম ভুট্টো, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলম, বিএনপিনেতা রশিদ আহমদ প্রমূখ।
আলোচনা সভা শেষে পূর্বের বিলুপ্তকৃত ৬ নম্বর ওয়ার্ডে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক।
নবগঠিত এই কমিটিতে মঞ্জুর সওদাগর সভাপতি, সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক, নুরুল আলম সাংগঠনিক সম্পাদক, মঞ্জুর আলম সিনিয়র সহসভাপতি, আবদুল হামিদ শুক্কুর সহসভাপতি এবং মো.হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মুহিবুল্লাহ বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন এবং কমিটিতে দশ শতাংশ নারী সদস্য রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।