২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

কুতুবদিয়ায় দুটি বন্দুকসহ ৬ জলদস্যু আটক

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলবর্তী সাগর থেকে দু’টি দেশীয় তৈরী বন্দুকসহ ৬ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

গতকাল সোমবার রাতে আটক করা হলেও মঙ্গলবার বিকালে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো- নোয়াখালী জেলার বাসিন্দা বশির উদ্দীনের পুত্র জসিম উদ্দিন(৪২), একই জেলার বাসিন্দা মো. জামাল উদ্দীনের পুত্র জহিরুল ইসলাম(২৬), মো. শফি আলমের পুত্র তামজিদ(২৫), মো. আবুল হাসেমের পুত্র গিয়াস উদ্দিন(২৫), চট্টগ্রামের লাতু মিয়ার পুত্র শাহবুদ্দিন উদ্দিন(৩২) ও চট্টগ্রামের আমির হোসেনের পুত্র ইউনুস(৩২)। এসময় তাদের বহনকারী একটি ট্রলারও জব্দ করে কোস্টগার্ড।

কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের লে.কমান্ডার ডিকসন চৌধুরী বলেন, কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরের কুতুবদিয়া চ্যানেলের নিকটবর্তী উত্তর ধুরং আব্বাস আলী পাড়ের হাটখালী বয়ার পশ্চিম থেকে ছয় জলদস্যুকে আটক করে। আটকৃতরা সবাই সাগরের ট্রলার ডাকাতিতে জড়িত।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে জলদস্যুরা বঙ্গোপসাগরে জেলেদের উপর নির্যাতন, চাঁদা আদায়, অপহরণ, লুণ্ঠনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তাদের আটক করতে কোস্টগার্ড সদস্যরা অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ছয় ডাকাততে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড সদস্যরা। আটক ডাকাত এবং জব্দকৃত অস্ত্র কুতুবদিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, আটক জলদস্যুদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।