১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

কুতুবদিয়া সমিতির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারস্থ কুতুবদিয়া সমিতির (১৫২/২০০০ ইং) উদ্যোগে শহরে অবস্থানরত কুতুবদিয়ার বাসিন্দাদের সন্তানরা এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল গতকাল জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন সিকদার’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ।
বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা সাবেক ভূমি কর্মকর্তা আলহাজ্ব আবু তাহের কুতুবী, সমিতির উপদেষ্টা কক্সবাজার সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গিয়াস উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সমিতির উপদেষ্টা আবু আহমদ, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর ও সমিতির উপদেষ্টা আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, উপদেষ্টা আলহাজ্ব হারুন অর রশিদ সিকদার, সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. ফরিদুল আলম ও সহ-সভাপতি শওকত ওসমান তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণে যতটুকু জায়গা প্রয়োজন তার বাইরের জায়গা শহরের ১নং ওয়ার্ডে অবস্থানরত প্রকৃত কুতুবদিয়াপাড়াবাসীদেরকে ওইখানে স্থায়ীভাবে বন্দোবস্তি দানের জন্য সরকারের নিকট আবেদন জনানো হয়। প্লট-ফ্লাট নয়, মাথাগুজার এক টুকরা জায়গা চায় জলবায়ু উদ্বাস্ত বাসিন্দারা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অবহেলিত ও বঞ্চিত মানুষের একজন জনদরদী প্রধানমন্ত্রী হিসাবে জলবায়ু উদ্বাস্তদের প্রতি সু-দৃষ্টি রাখবেন বলে বক্তারা প্রত্যাশা করেন। সকলের সমন্বিত প্রচেষ্টা ঐক্যবদ্ধ উদ্যোগে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সার্বিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখার উপর পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক ও সমিতির নির্বাহী সদস্য হাসানুর রশীদ, সমিতির উপদেষ্টা অধ্যাপক আহমদ ফারুক, ছৈয়দ আশরাফুল আলম, আব্দুর রহিম, হুমায়ুন কবির বাবুল, আলহাজ্ব মো: মকছুদুল হক ও ছাবের আহমদ, সমিতির সহ-সভাপতি ১নং ওয়ার্ড কাউন্সিলর এম. আক্তার কামাল, কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মানবাধিকার ব্যক্তিত্ব মনোয়ারুল ইসলাম মুকুল, এড. জহির উদ্দিন, সাংবাদিক আবদুল মোনায়েম খাঁন, সাংবাদিক হাসান কুতুবী, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম ইসলাম নবী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক দিনার, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসাইন মুন্না, সমাজসেবা সম্পাদক ফসিহ উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ কুতুবী, দপ্তর সম্পাদক আবদুল গফ্ফার কুতুবী, নির্বাহী সদস্য এড. এটিএম শেফাউল হক, এড. ফরিদ আহমদ, কফিল উদ্দিন, আতাউর রহমান কায়সার, মোহাম্মদ শহিদ উল্লাহ, মিজবাহ উদ্দিন হেফাজ, সরওয়ার আলম, মাও: আবদুস সালাম নূরী, নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদত উল্লাহ, শিপিং ফিস বিজনেস এসোসিয়েশন সভাপতি আমান উল্লাহ সও:, কুতুবদিয়া ছাত্র পরিষদ সেক্রেটারী মোহাম্মদ আতিক উল্লাহ, মাষ্টার আবুল কাশেম, মাষ্টার আবু বক্কর ছিদ্দিক, মাষ্টার আনিসুল ইসলাম, মাষ্টার কামাল হোছাইন, এইচএম ইউনুছ, আব্দুর রহিম রব্বানী, আব্দুল জব্বার, ওয়ার্ড যুবদল সভাপতি আবুল ফজল, ব্যবসায়ী নেতা জিল্লুল করিম ও এম. আতিকুর রহমানসহ কুতুবদিয়ার বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭জন কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- হাসীবুর আফনান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।