১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

এক কুকুরের কামড়ে ৫০ জন আহত

কক্সবাজার সময় ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে এক কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার থেকে ওই কুকুরের কামড়ের শিকার হন উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড, কাজিরা, সানুহার, ধামসর, আটিপাড়া গ্রামের মানুষ।

তবে কুকুরটিকে মেরে ফেলার কারণে এলাকায় এখন স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন বামরাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. সহিদুল ইসলাম জাকারিয়া।

তিনি বলেন, গত শুক্রবার ও শনিবার হস্তিশুন্ড গ্রামের জলিল ডাকুয়া (৬৫), আলেয়া বেগম (৪৫), কামাল ফকির (২৫), ওহাব বেপারী (৭০), জালাল সরদার (৪৫), সামছুল হুদার স্ত্রী, আলামিন ডাক্তারের স্ত্রী, আটিপাড়া গ্রামের গনি সরদারসহ (৬০) কাজিরা, সানুহার, ধামসর, বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে অন্তত ৫০ জন ব্যক্তিকে কামড়ে আহত করেছেন। পরে বাধ্য হয়ে এলাকাবাসী কুকুরটিকে শনিবার দুপুরে হস্তিশুন্ড গ্রামে মেরে ফেলে। মেরে ফেলার আগ মুহূর্ত পর্যন্ত গ্রামগুলোতে মানুষের মাঝে কুকুর আতঙ্ক সৃষ্টি হয়। আর কামড়ে আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, কুকুরের কামড়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কুকুরটিকে মেরে ফেলায় এখন আর আতঙ্কের কোনো কারণ নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।