২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা এম. আব্দুল হাই সড়কে কৃষকলীগের বৃক্ষরোপন

উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা এম.আব্দুল হাই সড়কে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বৃক্ষরোপন অভিযান শুরু করেছেন হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগ নেতৃবৃন্দ। রবিবার সকালে পশ্চিম মরিচ্যাস্থ মরহুম বীর মুক্তিযোদ্ধা এম.আব্দুল হাই সড়কে শতাধিক বিভিন্ন গাছের চারা রোপন করে এই কার্যক্রমের উদ্ভোধন করেন হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম। ওই সময় হলদিয়া পালং ইউনিয়ন কৃষক সিনিয়র সহ-সভাপতি আব্দু রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হাকিম,সাংগঠনিক সম্পাদক রিপন মির্জা, সাংগঠনিক সম্পাদক জাফর আলম,দপ্তর সম্পাদক আলাউদ্দিন,৩ নং নাম্বার ওয়ার্ডে সভাপতি মোঃ এহসান, সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিন, ৪ নং ওর্য়াডে সভাপতি নুরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের সভাপতি সানোয়ার, সাধারণ সম্পাদক সৈয়দ আলম,৭নং ওয়ার্ডে সভাপতি শাহিন ছিদ্দিক, সাধারণ সম্পাদক জয়নাল প্রমুখ।

হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম এক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উখিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটনের নেতৃত্বে আমরা হলদিয়া পালং ইউনিয়ন কৃষি লীগের নেতৃবৃন্দ পশ্চিম মরিচ্যাস্থ বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল হাই সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। উক্ত কর্মসূচি আগামী তিন মাস যাবত চলমান থাকবে এবং পর্যাক্রমে হলদিয়া পালং ইউনিয়ন বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে, গির্জা ও বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।