২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা   ●  উখিয়ায় কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত   ●  দুর্নীতির মডেল উখিয়া পল্লীবিদ্যুৎ! ডিজিএম বললেন- ‘ভেতরের খবর’ আপনাকে দিবো কেন?

উখিয়ায় বিদ্যালয় পাহাড়ে ভয়াবহ ফাঁটল

SAMSUNG CAMERA PICTURES
উখিয়ার করই বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়ে ভয়াবহ ফাঁটল দেখা দেওয়ার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। হঠাৎ করে দীর্ঘ এ ফাঁটলের ফলে পাহাড় ধ্বসের আশংকায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা জনিত কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে পাহাড়ে ফাঁটলের বিষয়টি অবহিত করেছে বলে জানা গেছে।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওই বিদ্যালয় ঘুরে পাহাড়ে অনাকাংঙ্খিত এ ফাটঁলের ব্যাপারে জানতে চাওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ জানে আলম জানান, গত ১ সপ্তাহ আগে ফাঁটলের একটি আকৃতি দেখা যায়। গত রবিবার থেকে ফাটঁলটি ক্রমশ দীর্ঘায়িত হতে দেখা গেছে। তিনি জানান, পাহাড়ের মধ্যভাগে ফাটঁলের সৃষ্টি হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল মনির চৌধুরী জানান,এ এলাকায় কোনদিন ফাঁটল দেখা যায়নি। বিদ্যালয় পাহাড়ে ফাঁটল দেখা দেওয়ায় অভিভাবকদের মধ্যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে আতংক বিরাজ করছে। তিনি বিষয়টি জরুরী ভিত্তিতে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর আহমদ জানান, তিনি ফাঁটলের ব্যাপারে জানেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।