১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

উখিয়ায় একদিনে একই গ্রামের ৪ কিশোর অপহরণ

index
কক্সবাজারের উখিয়ার পূর্ব হলদিয়া পাতাবাড়ী গ্রাম থেকে সংঘবদ্ধ একদল মানব পাচারকারী ৪ কিশোরকে অপহরণ করে সাগর পথে মালয়েশিয়া পাচার করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পাতাবাড়ী এলাকা থেকে এদের অপহরণের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অপহৃত কিশোদের অভিভাবকদের পক্ষে আলী আহমদ (৪৫) পাচারকারীদের বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
অপহৃত কিশোর আক্তার কামাল (১৪) এর পিতা নূরুল আমিন বলেন, বৃহস্পতিবার দুপুরে পাতাবাড়ী এলাকার পূর্ব হলদিয়া গ্রাম থেকে আমার ছেলে সহ অপর ৩ কিশোরকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ফুসলিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। জানা গেছে, পাচারকারীরা আমাদের ৪ কিশোর সহ আরো ২ কিশোরকে টেকনাফে নিয়ে গিয়ে মূল পাচারকারীদের হাতে তুলে দিয়েছে। অপহরণের শিকার কিশোররা হচ্ছে একই গ্রামের নুরুল আমিনের ছেলে আক্তার কামাল (১৪), আলী আহম্মদের ছেলে মোহাম্মদ আলী (১৭), রুমা আক্তারের ছেলে পিতৃহীন মোঃ শাহজাহান (১৫) গোলা হোছনের ছেলে আয়াছ মিয়া (১২)। অপহৃত কিশোর মোহাম্মদ আলীর পিতা আহমদ বলেন, মরিচ্যা বাজারের ব্যবসায়ী জাফর আলম সওদাগরের ছেলে আবুল আজম (৩৩) ও তার ভাই মোঃ বেদাইয়ার নেতৃত্বে আমাদের ছেলেদের সমূদ্র পথে মালয়েশিয়া পাচারের জন্য অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার থেকে বিভিন্ন স্থানে খোঁজ করে ও পাচারকারীদের সাথে যোগাযোগ করে অপহৃতদের সন্ধান না পাওয়ায় গতকাল শুক্রবার বিকালে উখিয়া থানায় সংঘবদ্ধ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম জানান, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে এবং অপহৃত কিশোরদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।