১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

উখিয়ায় নতুন তালিকায় আবারো ৩০ মুক্তিযোদ্ধা!

উখিয়ায় নানান অভিযোগ আর ব্যাপক আপত্তির মধ্যে শেষ হলো মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া। মুক্তিযোদ্ধার তালিকায় নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনলাইনে আবেদনকৃত ৭৭ জনের মধ্যে ৩০ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে যাচাই-বাছাই সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রচার সম্পাদক এম রাজ্জাক। বর্তমানে নতুন ৩০ জনসহ উখিয়ায় মুক্তিযোদ্ধা সংখ্যা দাড়িয়েছে ৭৩ জনে। তবে গেজেট না হওয়া পর্যন্ত নতুন মুক্তিযোদ্ধারা কোন ধরনের সুযোগ সুবিধা পাবে না।
সুত্রে জানা গেছে, উখিয়ায় বর্তমানে ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা ভোগকারী ৪৩ জনের মধ্যে ভারতের তালিকায় না থাকায় ২২ জন কে নতুন করে যাচাই বাচাই করা হয়। যাচাই-বাচাই প্রক্রিয়া শেষে নতুন ৩০ জন ও গেজেটপ্রাপ্ত ২২ জনসহ ৫২ জনের তালিকা ঘোষনা করা হয়েছে। এদিকে যাচাই-বাচাই প্রক্রিয়ায় আবেদনকৃত ৭৭ জনের মধ্যে ১৯ জন অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নতুন মুক্তিযোদ্ধা তালিকায় স্থান পাওয়া এডভোকেট কপিল উদ্দিন চৌধুরী বলেন, যাচাই-বাচাই প্রক্রিয়া মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তবে ছালামত উল্লাহ নামের একজন রাজাকার মুক্তিযোদ্ধা তালিকায় স্থান পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রচার সম্পাদক এম রাজ্জাক বলেন, সমস্ত অভিযোগ আর আপত্তি যাচাই-বাচাই শেষে আবেদনকারী নতুন ৩০ জনকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার উখিয়ায় শুরু হওয়া তিনদিন ব্যাপী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রথমদিনে সর্বসাধারণের প্রবেশাধিকার নিষেধসহ পরবর্তীতে ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্তকরণসহ নানান অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান ছিল। এএছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ সালের নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন এবং যারা ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তার তালিকা ও প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদ পাননি কিন্তু গেজেটভুক্ত কিংবা মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদপত্র পেয়েছেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় ভাতা পাচ্ছেন তাদের ও যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।