১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

ঈদগাঁওতে ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে গেলেন এমপি কমল

pic cox mp
কক্সবাজার সদরের ঈদগাঁওতে চাউলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত ঈদগাঁও’র বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল নিজেই তাঁর স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে ট্রাক ভর্তি চাউলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে যান ঈদগাঁও’র দূর্গম এলাকায়।
ঈদগাঁও কালিরছড়া থেকে শুরু করে পালপাড়া, কুলাল পাড়া, চৌধুরী পাড়া, ভুমরিয়া ঘোনা, মাইজ পাড়া, ইসলামাবাদ, সিকদার পাড়া, রাজঘাটা, বাঁশঘাটা, ফাশিয়াখালী, জালালাবাদ, চৌফলন্ডি ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ঈদগাঁও এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলো ত্রাণ সামগ্রী পেয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ছিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা লুৎফর রহমান আযাদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজি, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, ইদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক, যুবলীগ নেতা নাছির উদ্দিন জয়, দিদারুল ইসলাম, জিয়াবুল মোর্শেদ ফরাজি, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি নওশেদ মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রলীগ নেতা রাশেদ উদ্দিন, সাইফুল, ফিরোজ উদ্দিন খোকা, আনোয়ারুল আজিম খোকন, রাশেদ মিয়া, হেলাল উদ্দিন প্রমূখ।
এদিকে, সম্প্রতি কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বানভাসী মানুষের মাঝে সপ্তম দিনের মত ত্রাণ সামগ্রী বিতরণ করেন এমপি কমল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।