২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

আবারো স্বামীকে ফিরে পাওয়ার আকুতি সালাহ উদ্দিনের স্ত্রীর

আবারো স্বামীকে ফিরে পাওয়ার আকুতি সালাহ উদ্দিনের স্ত্রীর
‘আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমি আর কিছুই চাইনা’ এই বলে হু হু করে কাঁদলেন নিখোঁজ হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে ‘গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকা- বন্ধ করা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় কাঁদতে কাঁদতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমনই আকুতি জানান তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।

হাসিনা আহমেদ বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনীই আমার স্বামীকে তুলে নিয়ে গেছে’।

তিনি বলেন, ‘আমি জানতে চাই আমার স্বামীর কি অপরাধ কি? তাকে কি কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে’? তার যদি কোন অপরাধ থাকে আদালতে হাজির করে প্রচলিত আইনে বিচার করা হোক’।

তিনি আরও বলেন, ‘আমার নিষ্পাপ সন্তানরা আমার কাছে জানতে চায় তাদের বাবা কোথায়? কি জবাব দেব আমি আমার সন্তানদের’?

এসময় তার স্বামীকে ফিরে পেতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে.  সৈয়দ মুহমদ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মুহাম্মদ আবু জাফর, রাশেদা বেগম হিরা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবেদুর রহমান, সানোয়ার আহমেদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।