১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

অান্তর্জাতিক কোয়ালিটি ক্রাউন এ্যাওয়ার্ড গ্রহণ করলেন গৃহায়ন লিমিটেড এর এমডি পুলক কান্তি বড়ুয়া

g6
গৃহায়ন লিমিটেড এর মুকুটে আরো একটি আন্তর্জাতিক স্বীকৃতি যুক্ত হলো সম্প্রতি। গত ২০ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে ইন্টারন্যাশনাল বিআইডি কোয়ালিটি কনভেশন আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন এ্যওয়ার্ড তুলে দেয়া হয় গৃহায়ন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়ার হাতে।

মূলত সিভিল ডিজিটাল ল্যান্ড সার্ভে এবং সয়েল ইনভেস্টিগেশন এ বাংলাদেশে সর্বোচ্চ আন্তর্জাতিক মানের কার্যক্রম সফলভাবে পরিচালনা করার জন্যই এই স্বীকৃতি। এনালগ বা সনাতন কার্যক্রমকে সম্পূর্ণ বদলে দিয়ে নির্ভূলভাবে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল ল্যান্ড সার্ভে এবং সয়েল ইনভেস্টিগেশন শুরু করে গৃহায়ন লিমিটেড। প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া বলেন, এই অর্জন আমার বা আমার প্রতিষ্ঠানের একক অর্জন নয়। এই অর্জনে পৃথিবী জেনেছে বাংলাদেশে সরকারী বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমি জরিপ আর মাটি পরীক্ষার জন্য বিদেশী প্রতিষ্ঠান এবং যন্ত্রপাতি আনা লাগবে না, প্রয়োজনও নেই। বরং বাংলাদেশ নিজেই আজ সমৃদ্ধ এবং অভিজ্ঞ। তিনি আরো বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ এর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন গৃহায়ন তার ডিজিটাল পদ্ধতির কাজের মাধ্যমে মূলত সে স্বপ্নেরই সহযাত্রী হবার চেষ্টা করছে।
file-17

এখানে উল্লেখ্য যে, ইতিপূর্বে গৃহায়ন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জরিপ, বাংলাদেশে প্রথমবারের মতো সিলেটের চা বাগানের ৪০ হাজার একর জমির মাস্টার প্ল্যানের সফল ডিজিটাল মানচিত্র প্রণোয়ন, পদ্মার কুষ্টিয়া অংশে হার্ডিঞ্জ ব্রীজের নীচে সয়েল টেস্ট, চট্টগ্রাম ওয়াসার পাইপ লাইন প্রথম বারের মতো HDD digital technology ব্যাবহার, অর্থাৎ মাটি না খুড়ে মাটির ২০ ফুট নীচে দিয়ে ফুটা করে পাইপ স্হাপন সম্পূর্নই কম্পিউটার প্রযুক্তি ! পদ্মার বুকে ডিজিটাল সয়েল ইনভেস্টিগেশন সহ অসংখ্য বৃহত্তম প্রজেক্ট সম্পন্ন করেছে। আর কাজের ধারাবাহিক সফলতা এবং উন্নয়নের জন্য প্যারিস কনভেনশন ২০১৪ তে গৃহায়ন লিমিটেড অর্জন করে ইন্টারন্যাশনাল স্টার ফর লিডারশীপ কোয়ালিটি এ্যওয়ার্ডস এর গোল্ড ক্যাটাগরীর সম্মাননা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।