২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে দাড়াল হাসিঘর ফাউন্ডেশন এর সভাপতি শাকিল সিকদার

গত ২৮১১২২ তারিখ  ফেসবুকে .বি মালেক নামের এক ব্যাক্তির একটা সহায়তার পোস্ট দেখে সহায়তার হাত বাড়িয়েদিয়েছেন  হাসিঘর ফাউন্ডেশন এর কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাকিল সিকদার। শাকিল সিকদার বলেন, .বি মালেক নামেরএক ব্যাক্তির ফেসবুক পোস্টে দেখতে পাই একটা ছোট্ট ছেলে মাটিতে বস্তার উপর বসে খালি গায়ে মনোযোগ দিয়ে পড়াশোনাকরছে।আমি পোস্ট  দেখার পর আমার খুব মন খারাপ হয়ে পড়ল। পরপরই আমি তার ব্যাপারে খোঁজখবর নিয়ে আমার ছোটভাইকে (*মোহাম্মদ ইয়াসিন সিকদার, প্রতিষ্ঠাতা হাসিঘর ফাউন্ডেশন) জানাই, এবং আমার কথানুযায়ী সে খোঁজ খবর নেয়, ছেলেটির নাম তানবীর বয়স ১১ বছর কক্সবাজারের উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের ০২ ওয়ার্ডে তারবাড়ি।২৯১১২২ বিকেলে তার বাসায় যায়,এবং তার মাবাবার সাথে কথা বলে।এবং তাকে নিয়ে তার যা যা প্রয়োজনীয়(চেয়ার,টেবিল,খাতা,কলম, বই+সকল ধরনের বছরর শিক্ষাসামগ্রী),শার্ট,প্যান্ট,জুতা। এবং সে যা যা নিতে চেয়েছে সব নিয়েদেই।আলহামদুলিল্লাহ সে  অনেক খুশি এবং তার পরিবারের সবাই খুশি।আমাদের সমাজে দেখা যায় এইরকম  কিছু সামান্যসুযোগ সুবিধার অভাবে এইরকম অনেক বাচ্চা অল্প বয়সে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পড়ে।কারণ তাদের নুন আনতেপান্তা ফুরোই।কারণ তারা অভাবের তাড়নায় শিক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না।অল্প একটু সুযোগসুবিধা পেলেই হয়তোতারা এগিয়ে যাবে বহুদূর।

এভাবে যদি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ দেশে আর কেউ অভাবঅনটনেথাকবেনা।দেশে কোন শিশু বিনাশিক্ষায় বড় হবে না।শিশুশ্রম রোধ হবে। আসুন শিশুশ্রম রোধ করি,সোনার বাংলাদেশ গড়ি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।