১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

অভিনব এ বিলবোর্ডই মারবে মশা!

মশা মারার জন্য বিলবোর্ড ধারণাটির সঙ্গে পরিচয় নেই অধিকাংশ মানুষেরই। তবে সম্প্রতি এমনই এক অবিনব ধারণাকে বাস্তবে নিয়ে এসেছে রেকিট বেনকিজার (আরবি), পাকিস্তান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডন।
অভিনব এ বিলবোর্ডে মশা মারার জন্য বিশেষ প্রযুক্তি স্থাপন করা হয়েছে। ফলে এটি মশা নিধন এবং দেশটিতে ডেঙ্গু রোগ নিরাময়ে ভূমিকা রাখবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এ বিলবোর্ড স্থাপিত হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে ইসলামাবাদ, করাচি ও লাহোর।
কিভাবে মশা মারে বিলবোর্ডটি? এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিলবোর্ডটি শুধু বিলবোর্ডই নয়। এর ভেতরে বেশ কয়েকটি যন্ত্রপাতি বসানো হয়েছে মশা মারার জন্য। এতে রয়েছে একটি ফ্যান। এ ফ্যানের কাছাকাছি কোনো মশা আসলেই তাকে টেনে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে আটকে ফেলা হয়। এরপর মশাটি সেখানেই মারা যায়।
বিলবোর্ডের উদ্যোক্তা আরবি পাকিস্তানের সিইও শাহজেব মাহমুদ বলেন, ‘পাকিস্তান থেকে ডেঙ্গু দূর করা আমাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ’
পাকিস্তানে ডেঙ্গুর আক্রমণ অত্যন্ত মারাত্মক হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে মশা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণ ছাড়া রোগটি নিরাময়ের অন্য কোনো উপায় নেই। আর সেজন্য এ বিলবোর্ড কতটা কার্যকর হয় তাই এখন দেখার বিষয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।