১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

অন-লাইন প্রেস ক্লাবকে হারিয়ে ক্রীড়া লেখক সমিতির দূরন্ত সূচনা

DSC00038
ক্রীড়া প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি কক্সবাজার জেলা শাখা আয়োজিত প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। ২০ মার্চ বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে পাঁচটি দলের অংশগ্রহণে দশদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের ব্যাট-বলের যুদ্ধ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ফেভারিট বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার ক্রিকেট একাদশ ৮ উইকেটের বড় ব্যবধানে শক্তিশালী অন-লাইন প্রেস ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অনলাইন প্রেস ক্লাব নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে। দলের হয়ে রিগ্যান অনবদ্য ১৫ রান সংগ্রহ করে। মূলতঃ পুরো ম্যাচে ক্রীড়া লেখক সমিতির সুজা উদ্দিন রুবেল, আরোজ ফারুক, পলাশ শর্মার দুর্দান্ত বোলিং, দলনায়ক দীপু ও বলরামের ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডিং-এ শুরু থেকেই অন-লাইনের ব্যাটসম্যানরা কোনঠাসা হয়ে পড়েন। জবাবে ব্যাট করতে নেমে ক্রীড়া লেখক সমিতির আরোজ ফারুক, মাহবুব ও সাইফুলের সাবধানী ব্যাটিং ১১ বল হাতে রেখেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।  এদিকে

DSC00043

কক্সবাজারে কর্মরত সংবাদকর্মীদের নিরেট বিনোদনের জন্য আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজকের কক্সবাজার এর প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ মুজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, কক্সবাজারের বিকাশমান ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সাংবাদিকদের লেখনীর ভূমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে পর্যটনের রাজধানী গড়ার পাশাপাশি ক্রীড়া নগরীতে পরিণত করতে বদ্ধপরিকর। টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে এবং ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক মীর্জা ওবাইদ রুমেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, স্পন্সরকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্টের ডেপুটি ম্যানেজার জামাল আহমেদ।  ম্যাচ শুরুর পূর্বে অতিথিবৃন্দ দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।