১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের

সোমবার হতে পারে আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণা 

রোববার(১৮ নভেম্বর) ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত হবে। পর দিন সোমবার(১৯ নভেম্বর) প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।

শনিবার(১৭ নভেম্বর) রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে বোর্ডের একজন সদস্য বাংলানিউজকে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ১৫ নভেম্বর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চুড়ান্ত করার কাজ শুরু হয়। এরপর ১৬ এবং ১৭ নভেম্বর ধারাবাহিক সভায় অধিকাংশ আসনের প্রার্থী মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের ওই সদস্য বলেন, আমরা আজ অধিকাংশ আসন চুড়ান্ত করে ফেলেছি। রোববার সব আসনের প্রার্থী চুড়ান্ত হয়ে যাবে। পরের দিন(সোমবার) প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

এদিকে শনিবার(১৭ নভেম্বর) এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুই একদিনের মধ্যে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত হবে।

আওয়ামী লীগের একাধীক সূত্র জানায়, মাঠের অবস্থার ওপর ৬টি জরিপ রিপোর্ট রয়েছে আওয়ামী লীগের কাছে। গোয়েন্দা সংস্থাসহ দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা দিয়ে এই জরিপ চালানো হয়। এই জরিপে বর্তমান এমপিসহ মনোনয়ন প্রত্যাশীদের কার অবস্থা কি সব তথ্য রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে অনেক আগেই একটা খসড়া তালিকা তৈরি করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সভায় সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে প্রার্থী চুড়ান্ত করা হচ্ছে। দলীয় প্রার্থীর পাশাপাশি মহাজোটের শরিক দলগুলোর কোন কোন আসন ছেড়ে দেওয়া হবে সেটাও চুড়ান্ত করা হচ্ছে। কোন কোন আসনে মহাজোটের শরিক দলগুলোর কারা কারা প্রার্থী হলে বিজয়ী হয়ে আসতে পারবেন ওই জরিপের মাধ্যমে সেসব তথ্যও আওয়ামী লীগ সভাপতির কাছে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।