১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

সাগরে পুলিশের সাথে জলদস্যুর বন্দুকযুদ্ধ এক পুলিশ আহত, অস্ত্রসহ জলদস্যু গ্রেফতার

Cox's  gun fight news-
বঙ্গোপসাগরের কক্সবাজার চকরিয়ার বদরখালী পয়েন্টে পুলিশের সাথে জলদস্যু বাহিনীর ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের এক সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি লম্বা বন্দুক, একটি এলজি, ৪৫ রাউন্ড তাজা কার্তুজ, ১৬ রাউন্ড ফুটানো কার্তুজ, ৪টি কার্তুজের বেল্টসহ শহীদুর রহমান (৩২) নামের এক জলদস্যুকে আটক করে। আটককৃত শহীদুর রহমান ওই এলাকার মোঃ নুরুন্নবীর ছেলে বলে জানায় পুলিশ। ২০ মে বিকেলে কক্সবাজারের ডিবি পুলিশের একটি ইউনিট এ অভিযান চালায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে সশস্ত্র জলদস্যুরা সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলারে হানা দিয়ে আসছে। পাশাপাশি মাঝিমাল্লাদের খুন ও তাদের সর্বস্ব লুটের ঘটনা ঘটনাও ঘটনাচ্ছে। প্রতি দিনের ন্যায় ২০ মে বিকেলে কক্সবাজারের চকরিয়ার বদরখালী পয়েন্টে ৭/৮ জনের সংঘবদ্ধ একটি জলদস্যু বাহিনির গোপন বৈঠকের সংবাদ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার বদরখালী কোদালিয়াঘোনার খালের পাড়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা অর্তকিত পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে উভয় পক্ষে ৩৫ রাউন্ড গুলিবিনিময় হয়। পরে ৭/৮ জন জলদস্যু অস্ত্রসহ পালিয়ে গেলেও ঘটনাস্থলে আটক হয় জলদস্যু শহীদ। এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন, ও সেকেন্ড অফিসার ইমন কান্তি চৌধুরী জানান, সাগরকে নিরাপদ রাখার জন্য এবং সাগরে মাছ ধরতে যাওয়া মাঝিমাল্লাদের জীবনের নিরাপত্তার সার্থে জলদস্যু বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।