২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

সরকারী কলেজ ছাত্রদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

dff
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা সাদ্দাম হোসেনের উপর শিবির নামধারী দূর্বৃত্ত কর্তৃক হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কলা ভবন থেকে শুরু করে কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি ওসমান সরওয়ার রানার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি কলেজ ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম টিপু। এতে আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদু সিকদার, জেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম জাহেদ, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রদল নেতা মোরশেদ আলম, কলেজ ছাত্রদলের সি: সহ-সভাপতি জায়নুদ্দিন জনি, সহ-সভাপতি মো: আলম, এরশাদুল হক রাজু, রবিউল করিম রবি, জয়নাল আবেদীন, আমির হোসেন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আনচারী, আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কলেজ ছাত্রদল নেতা মো: সোহেল, মো: মুসা, জানে আলম বাপ্পি, মো: সেলিম, ইমতিয়াজ শরীফ, ইয়াছিন আরাফাত, নোমান ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল সালেহ, জুনাইদ চৌধুরী,  রফিক, সাইম, অভি, ইমন, সাগর, ওয়াসিম, মো: আয়পল, রুবেল পারভেজ, মাসুদ, ওসমান, সোহেল (২), মাসুদ হাসান রুবেল,  মো: রাসেল, জিহাদ, আব্দুল্লাহ, ওবাইদ, হোসেন, সাগর-২, খোকা, প্রমুখ। বক্তারা বলেন কলেজ কর্তৃপক্ষের মিমাংসার পর ছাত্র শিবিরের নামধারী সন্ত্রাসীরা যেভাবে সাদ্দামের উপর হামলা চালিয়েছে  তা কলেজ কর্তৃপক্ষকে হামলার নামান্তর। যদি কলেজ কর্তৃপক্ষ এর সুষ্টু বিচার না করে তাহলে ছাত্রদলের নেতাকর্মী এর সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে। তারা অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের কলেজ থেকে বহিস্কার এবং কলেজ ক্যাম্পাসে শিবির ক্যাডারদের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান। অন্যথায় পরবর্তী উদ্ভুত পরিস্থিতির দায়ভার কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।