১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

সততার নজির রাখলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম

সততার অনন্য নজির রাখলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয়ে চলছে আলোচনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সরকারি বাসায় কাঁঠালসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। কাঁঠাল গাছে প্রায় শতাধিক কাঁঠাল ধরেছে।

গত সোমবার দুপুরে পরিপক্ক কাঁঠালগুলো গাড়িতে করে মন্ত্রিপরিষদ বিভাগে আনা হয়। এরপর কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে এসব কাঁঠাল ভাগ করে দেয়া হয়।

এ নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে আলোচনায় তারা বলেন, অতীতে অনেকেই সরকারি বাসায় ছিলেন। কিন্তু ওই বাসার ফল কর্মকর্তা-কর্মচারীদের ভোগ করা সত্যিই দুষ্কর। উল্লেখ্য, শফিউল আলম চাকরি জীবনে সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

সূত্র – মানবজমিন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।