১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

শিক্ষক নুরুল হুদার উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবী


নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নুরুল হুদার উপর বর্বরোচিত হামলার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নাইক্ষ্যংছড়িতে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহির আহমদ বলেন- গত ২৮ জানুয়ারী রাত আনুমানিক ১০ টার দিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল হুদা প্রতিদিনের ন্যায় ব্যক্তিগত ও সমিতির কার্যক্রম শেষে উপবন লেক সংলগ্ন তাঁহার নিজ বাড়িতে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ৪/৫ জন চিহ্নিত সন্ত্রাসী তাঁকে হত্যার উদ্দ্যেশে দারালো ছুরি কিরিচ ও লাঠি নিয়ে এলোপাতাড়িভাবে হামলা চালায়। এ সময় শিক্ষক নুরুল হুদা প্রাণ বাচাঁতে শোর চিৎকার করিলে স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
লিখিত বক্তব্যে বলা হয়- শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। মাষ্টার নুরুল হুদা একজন আদর্শবান শিক্ষক। তিনি অত্র উপজেলার প্রাথমিক শিক্ষকদের কাছে অত্যান্ত আস্থাভাজন প্রানপ্রিয় শিক্ষক। তিনি সবসময় সাধারণ শিক্ষকদের পাশে থাকেন। তিনি শিক্ষকদের যাবতীয় সমস্যা সমাধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। এরকম একজন নি:স্বার্থবান যোগ্য নেতৃত্বদানকারী শিক্ষক নেতার উপর বর্বরোচিক হামলায় আমরা অত্যন্ত দুঃখিত ও মর্মাহত এবং তাঁর উপর এরুপ অমানবিক হামলায় অত্র উপজেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এসময় শিক্ষকবৃন্দ চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে খুজে বের করে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীল প্রতি দাবী জানান।
এদিকে শিক্ষক নুরুল হুদার উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবীতে আজ মঙ্গলবার ৩১ জানুয়ারী নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রশাসনের নিকট স্মারকলিপি পেশ করার ঘোষনা দেন শিক্ষক নেতৃবৃন্দ।
এসময় শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুই অং মার্মা, তাংরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওসমান গণি, সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এএসএম আলমগীর, আদর্শগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল বাশার, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কামাল হোছাইন, দক্ষিণ চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শশাংকর মোহন রুদ্র, লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নুর, আলীমিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উক্যঞাই চাক রবিন, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মা, জারুলিয়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবিএম শফিকুর রহমান, গয়ালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নেলী দাশ, সহকারী শিক্ষক আলাউদ্দিন, ছালামত উল্লাহ, এনএম শফিকুর রহমান, আতিক উল্লাহ, সাইফুল ইসলাম, শিমুল পাল, আমিনা বিনতে মোস্তফা, সাবেকুন্নাহার, ¤্রাঅংচিং চাক, চাইহ্লাঅং চাক, অংজাই চাক, মো: শাহিনওয়াজ, উভাচাই চাক, মোক্তার আহমদ, লেলিন চাক, মো: নুরুল আমিন, মোহাম্মদ বাদশা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।