২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা   ●  উখিয়ায় কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত   ●  দুর্নীতির মডেল উখিয়া পল্লীবিদ্যুৎ! ডিজিএম বললেন- ‘ভেতরের খবর’ আপনাকে দিবো কেন?

লোহাগাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালী ও ধর্মীয় সম্মেলন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে।

২২ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে দিবসটি উপলক্ষে আমিরাবদ সিটিজেন পার্ক কমিউনিটি হলের পিছনের মাঠ প্রাঙণে লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ধর্ম সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার রিটন বিশ্বাসের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

এছাড়াও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, সংগঠনের উপদেষ্টা সুজিত পাল,অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ রিটন দাশ, মাস্টার প্রদীপ পাল, প্রকৌশলী রতন কান্তি দাশ,শ্রী প্রসেংজিৎ পাল উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক মাস্টার রাজিব দাশ।

এর আগে লোহাগাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে প্রদক্ষিণ করে আমিরাবাদ সিটিজেন পার্ক কমিউনিটি হলের পিছনে অায়োজিত ধর্ম সম্মেলন প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, আ’লীগ নেতা গনি সম্রাট,নিবাস দাশ সাগর, ডাঃ রিটন দাশসহ উপজেলার সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।