২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু   ●  স্বদেশ ফিরতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ   ●  মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ রামু ক্রসিং হাইওয়ে থানার   ●  কক্সবাজারে হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিল ছাত্রলীগ   ●  রামুতে এক ঘন্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ হতাহত চার   ●  সুগন্ধা পয়েন্টের লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা   ●  সাংবাদিক রাশেদুল মজিদের উপর পুলিশের হামলা, এক সদস্যের তদন্ত কমিটি   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের ‘আসকারায়’ যত্রতত্র পার্কিং, কোটি টাকার বাণিজ্য   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের অনিয়ম-দূর্নীতি ও প্রকাশ্যে চাঁদাবাজি   ●  ড্রাইভিং পেশায় মহিলাদের সুযোগ দিলেন সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস

লিংকরোডে নালা বন্ধ করে বহুতল ভবন নির্মাণ, পানিবন্ধি অর্ধশত পরিবার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড স্টেশনে বনফুল এর পেছনে কাঁচাবাজার সংলগ্ন বিশাল নালা দখল করে বহুতল মার্কেট নির্মাণ, ভরাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ চলছে। এতে ওই এলাকার অর্ধশত পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। এলাকাবাসীর বাধা তোয়াক্কা না করে সরকারি জমিতে স্থিত নালা বন্ধ করে স্থাপনা নির্মাণ হলেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসী জানান, লিংক রোড স্টেশনে বনফুল এর পেছনে কাঁচাবাজার সংলগ্ন বিশাল নালাটি দখল করে গত এক মাস ধরে স্থাপনা নির্মাণ করছেন উত্তর মহুরি পাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র জাফর আলম। তিনি সেখানে সরকারি জমিতে স্থিত নালা ও উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইড ওয়াল দখল করে বহুতল মার্কেট নির্মাণ করছেন। এরপাশে নালা ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন গফুর সওদাগর নামের আরেক ব্যক্তি। নালা দখল করে গত কয়েক মাস ধরে সরকারি জমিতে ভরাট ও স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।
মহুরি পাড়ার সিরাজুল ইসলামের পুত্র জকরিয়া জানান, নালা ভরাট ও স্থাপনা নির্মাণের ফলে   পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় পুরো এলাকা পানিতে প্লাবিত হচ্ছে। একই সাথে ওই এলাকার অর্ধশত পরিবার পানিবন্ধি হয়ে পড়ছে। তিনি বলেন, ‘এবিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোন কাজ হচ্ছে না।’
এদিকে এলাকাবাসীর মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ। তিনি বলেন, ‘নালা দখল করে নালার উপর বহুতল ভবন নির্মাণ চলছে। একই সাথে ভরাট করে নালা ছোট করে ফেলা হয়েছে। সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ চলছে। এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকা পানিতে প্লাবিত হবে। এটি পরিদর্শন করে প্রশাসনের সংশ্লিষ্ট মহলে অবহিত করা হয়েছে।’ তিনি দ্রুত নালার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নালা দখলমুক্ত করার দাবি জানান।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার বলেন, ‘সরকারি জমিতে নালা দখল করে স্থাপনা নির্মিত হচ্ছে। সেখানে ভরাটও চলছে। এছাড়া উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইড ওয়াল দখল করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সরকারি বরাদ্দে কাঁচাবাজার নির্মাণের সময় নালা রেখে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। কিন্তু এখন তা দখল করা হয়েছে।’
এবিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘নালা দখলের বিষয়টি আমার নজরে এসেছে। এটি দ্রুত উচ্ছেদ করা হবে।’
দৃষ্টি আকর্ষণ করা হলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।