২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা   ●  উখিয়ায় কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে কক্সবাজারবাসীর মুখ উজ্জল করল কবি নুরুল হুদা

pr

রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হয়ে কক্সবাজারবাসীর মুখ উজ্জলের পাশাপাশি দেশবাসীর মুখ উজ্জল করলেন দরিয়া নগরের ভূমিপুত্র জাতিসত্ত্বার কবি মুঃ নুুরুল হুদা। সম্প্রতি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পেতে কবি যে অধ্যাবসায়ের কাজ করেছেন তাঁর ফসল হিসাবে এ সম্মাননা। দেশের যে কোন ব্যক্তি রাষ্ট্রীয় সম্মাননা ভূষিত হতে কষ্টসাধ্য ব্যাপার। সে হিসাবে কক্সবাজারের সন্তান হয়ে যে সম্মাননা বয়ে এনেছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত। ১৯মে মঙ্গলবার সকাল ১১টায় ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নাগরিক সম্বর্ধনার প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বাংলার কোন কবিকে ঈদগাঁওবাসী দেখতে না পেলেও যে মফস্বল এলাকা থেকে বেড়ে উঠে বাংলাদেশসহ বিদেশের মাটিতেও সুনাম অক্ষুন্ন রেখে চলেছেন সে জাতিসত্ত্বার কবিকে আজ আমরা দেখতে পেয়ে অত্যন্ত গর্বিত। যে দেশে গুনীদের সম্মান করা হয় না, সেদেশে জ্ঞানী লোক বেড়ে উঠে না। যার ফলপ্রসু আজকের এ নাগরিক সম্বর্ধনা জানিয়ে দিয়েছে ঈদগাঁওবাসী গুণীদের সম্মান করতে জানে। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, কুচকাওয়াজ, গার্ড অব অনার, জারিগান, দেওলিয়া পত্রিকার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে সাংবাদিক কাফি আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব। ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ মোহাম্মদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাষ্টার বোরহান উদ্দীন মাহমুদ, কক্সবাজার টাইমস ডট নেটের প্রধান সম্পাদক ছরওয়ার আলম, ঈদগাঁও সাংস্কৃতিক একাডেমীর নির্বাহী পরিচালক সেলিম রেজা। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কবি কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লিয়াকত নুর চৌধুরী, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, স্কুল ছাত্রী মুমু তাবাচ্ছুম। এসময় সম্বর্ধনার জবাবে কবি মুঃ নুরুল হুদা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে অত্র বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে বিদ্যালয়টিকে মডেল এবং সরকারী করণের উদ্যোগ নেয়া হবে বলে জানান। তিনি আরো বলেন যতদুর বাংলাদেশ, ততদুর বাংলা ভাষা। এ ভাষাকে বুকে ধারণ করে জাতির কল্যাণে আগামী দিনের ছাত্রছাত্রীদের সাহিত্য চর্চার পাশাপাশি দেশ ও দশের কল্যাণ বয়ে আনার জন্য কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। একুশে পদক সম্মাননাটি তার মরহুমা মায়ের প্রতি উৎস্বর্গ করেন। এসময় শিক্ষিত এবং প্রজ্ঞাবান ব্যক্তিরাই জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসাবে উল্লেখ করে বিদেশের মাটিতেও সম্মাননা বয়ে এনেছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ শামসুল হুদা, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ছিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, পোকখালী আওয়ামীলীগের সভাপতি মোজাহের আহমদ, জালালাবাদ আওয়ামীলীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, কৃষকলীগ নেতা মাষ্টার ছব্বির আহমদ, প্রবীণ শিক্ষক কামাল উদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদ এমইউপি, ইমতিয়াজ আহমদ, জেলা যুবলীগ নেতা লুৎফর রহমান আজাদ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া, সিটিএন সম্পাদক ইসলাম মাহমুদ, ঈদগাঁও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জয়, ঈদগাহ প্রেসক্লাবের সহ-সভাপতি আজাদ মনসুর, সাংগঠনিক সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সহ- সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন রবিন, নির্বাহী সদস্য মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা অনুপম পাল, শিল্পী দুলাল আচার্য্য, সাংসদের পিও উত্তম মহাজনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ। সম্বর্ধনা অনুষ্ঠানে কবি মুঃ নুরুল হুদাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এসময় ফুল দিয়ে অভিনন্দন জানান ঈদগাহ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের নেতৃত্বে ঈদগাহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। ইউনিটি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম, মোঃ মোজাম্মেল হক, আবুল কালাম, এম নুরুল আলম নাহিদের নেতৃত্বে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। কবিকে উৎস্বর্গ করে স্বরচিত কবিতা পাঠ করেন ফরিদা রশিদ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি তৌহিদা আজিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।