২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

রামুর বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে দুই ছাত্রী নিখোঁজ

রামুর বাঁকখালী নদীর কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতেরচরস্থ পয়েন্টে গোসল করতে গিয়ে-দুই ছাত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩১জুলাই) বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, একই গ্রামের জহির আলমের মেয়ে রোজিনা আক্তার (১০) ও গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিরপাড়া এলাকার আবদুল আজিজের মেয়ে শারমিন আক্তার (৯)।
রোজিনা ফাক্রিকাটা সরকারি প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি এবং শারমিন নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ দুই শিক্ষার্থী নদীতে গোসল করার এক পর্যায়ে নিখোঁজ হন।
নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘শারমিনের বাড়ি গর্জনিয়ায় হলেও নাপিতেরচরস্থ নানা মুফিজুর রহমানের বাড়িতে থেকে- সে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। সোমবার বিকেলে শারমিন আর রোজিনা বাঁকখালি নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে হারিয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে উভয় পরিবার এবং গ্রামবাসির মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরী হয়েছে।’
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর পরিদর্শক (ওসি, তদন্ত) কাজি আরিফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কক্সবাজার ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ডুবুরি দলও মঙ্গলবার থেকে উদ্ধার তৎপরতা চালাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।