১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

রামুর গর্জনিয়ায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে রাবার ড্যাম

Ramu pic 05
কক্সবাজারের রামু উপজেলার শস্য উৎপাদন অঞ্চল গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি বড় গর্জই খালে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পানি ব্যাবস্থাপনা সেচ প্রকল্প রাবার ড্যাম। গত ৪ এপ্রিল (শনিবার) বেলা ১২ টার দিকে বিএডিসি ক্ষুদ্র সেচ প্রকল্প কক্সবাজার জোনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।
পরিদর্শনকালে রিয়াজ উল আলম বলেছেন, রামুর মানুষ যে প্রত্যাশা নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন সে আশা পুরনে উপজেলার অবহেলিত এলাকার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে গর্জনিয়ায় বিদ্যুতায়ন, কয়েকটি কালভার্ট, ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। রামুর সচেতন মানুষের সহযোগীতায় আগামীতে রামুকেও এগিয়ে নেওয়া হবে। তিনি রামুর উন্নয়নে দলমত নির্মিশেষে সকলকে এমপি কমলের নেতৃত্বে এগিয়ে আসার আহবান জানান।
এসময় বিএডিসি ক্ষুদ্র সেচ প্রকল্প কক্সবাজার জোনের সহকারী প্রকৌশলী ডালিম কুমার মজুমদার, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম চেয়ারম্যান, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, বিএডিসি ক্ষুদ্র সেচ প্রকল্প কক্সবাজার জোনের গুদাম রক্ষক ও ফিল্ড অফিসার অমুল্য বড়–য়া, স্থানীয় মেম্বার আবুল কাশেম, যুবলীগ নেতা হাফেজ আহমদসহ স্থানীয় আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, রামুর পূর্বাঞ্চলীয় দুর্গম এলাকা গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি এলাকায় এ সেচ প্রকল্পটি ( রাবার ড্যাম) স্থাপিত হলে ওই অঞ্চলের প্রায় এক হাজার একর কৃষি জমি সুষ্ক মৌসুমে চাষাবাদের আওতায় আসবে। তিনি গর্জনিয়ায় বিদ্যুতায়ন ও রাবার ড্যাম সহ উন্নয়নে এগিয়ে আশায় স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএডিসি ক্ষুদ্র সেচ প্রকল্প কক্সবাজার জোনের সহকারী প্রকৌশলী ডালিম কুমার মজুমদার জানান, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলমের আহবানে সাড়া দিয়ে বিএডিসি কক্সবাজার জোন রামুর উপকুলীয় এলাকায় বেড়িবাঁধ, কালভার্ট, সেতু, রাবার ড্যাম, খাল খনন ও সেচনালাসহ বিভিন্ন প্রকল্প অনুমোদন হয়েছে। ইতিমধ্যে কয়েকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী দু’এক মাসের মধ্যে অনুমোদিত প্রকল্প সমুহের দরপত্র আহবান করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।