১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত   ●  জলকেলি উৎসবের বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে মেয়র মাহাবুব   ●  উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি নুরেআলম মিনা   ●  ‘বনকর্মীদের শোকের মাঝেও স্বস্তি, হত্যার ‘পরিকল্পনাকারি কামালসহ গ্রেপ্তার আরও ২   ●  উখিয়া নাগরিক পরিষদ এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত   ●  আদালতে ফরেস্টার সাজ্জাদ হত্যার দায়স্বীকার সেই ডাম্পার চালক বাপ্পির   ●  ‘অভিযানে ক্ষুব্ধ, ফরেস্টার সাজ্জাদকে পূর্বপরিকল্পনায় হত্যা করা হয়’   ●  ফাঁসিয়াখালীতে পৃথক অভিযানে জবর দখল উচ্ছেদ, বালিবাহী ডাম্পার জব্দ   ●  অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’   ●  ফরেস্টার সাজ্জাদ হত্যার মূল ঘাতক সেই বাপ্পী পুলিশের জালে

রামুতে মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আকবর রহ. স্মারক “আলোকিত মানুষ, আলোকিত জীবন” এর মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র চাকমারকুল জামেয়া দারুল উলুমের প্রবীণ মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আকবর রহ. এর ঈমানদীপ্ত জীবন ও অবদান নিয়ে প্রকাশিত স্মারক “আলোকিত মানুষ, আলোকিত জীবন” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর সম্পাদিত স্মারকটি প্রকাশ করে মাওলানা ছৈয়দ আকবর রহ. স্মৃতি কেন্দ্র।
জুমাবার (৩ সেপ্টেম্বর ) বাদ মাগরিব রামু চৌমুহনীতে স্বভাবকবি আলহাজ্ব কাজী মোহাম্মদ আলীর বৈঠকখানায় তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, হক্কানী ওলামায়েকেরাম আম্বিয়ায়েকেরামের স্বার্থক উত্তরসূরী। জাতির পথদিশারী। অতি অল্পসময়ে আমরা এমন অনেক বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রবীণ ও প্রতিনিধিত্বশীল ওলামায়েকেরামকে চিরদিনের জন্য হারিয়েছি। বিদগ্ধ মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আকবর রহ. তাঁদেরই অন্যতম। যাঁর ঈমানদীপ্ত জীবন ও অবদান আলোকিত ব্যক্তিত্ব ও সমাজ গঠনে প্রেরণা সঞ্চার করে। এমন একজন আলোকিত মানুষের আলোকিত জীবন নিয়ে বিদগ্ধ ওলামায়েকেরাম, বরেণ্য লেখক, গবেষকদের লিখনীতে সমৃদ্ধ স্মারক প্রকাশ অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ।
মাওলানা ছৈয়দ আকবর রহ. স্মৃতি কেন্দ্র ও রামু লেখক ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক। প্রধান আলোচক ছিলেন, মরহুমের বিশিষ্ট ছাত্র, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, রামু লেখক ফোরামের উপদেষ্টা, প্রাবন্ধিক আখতারুল আলম, মরহুমের বিশিষ্ট ছাত্র, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, গবেষক আলিম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নায়েবে আমীর মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি, স্মারকটির সম্পাদকীয় উপদেষ্টা মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা কাযী এরশাদুল্লাহ।
মরহুমের ছেলে, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্মারকটির সম্পাদক, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতীব, তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, রামু লেখক ফোরামের প্রচার সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন। নানাকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন, মরহুমের নাতি বোরহান মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী, লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাসিক সাহিত্যকলির নির্বাহী সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু, মরহুমের নাতি, তরুণ লেখক নুরুল আজিজ বায়েজীদ, খরুলিয়া মা’আরিফুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ শাহাদত উল্লাহ, হাফেজ মোরশেদ, চাকমারকুল আলী হোসাইন সিকদার পাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুশ শাকুর, তরুণ প্রকৌশলী কাউসার আলম (ইমু), নবীন আলিম মাওলানা মাহমুদুল হক, মাওলানা মুহিউদ্দিন খাঁনসহ আলেম,ওলামা ও দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ।
মরহুমের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।