১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

রামুতে দু’হাজার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও ভাঙন এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান রিয়াজউল আলম

Ramuরামুতে দু’হাজার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। শুক্রবার (১০ জুলাই) রামু উপজেলা চেয়ারম্যান জননেতা রিয়াজ উল আলম রামু তেচ্ছিপুল সিকদার পাড়া, ফতেখাঁরকুল চেরংঘাটা এলাকায় ২ হাজার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপজেলা স্বেচছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের সদস্য ওসমান গনি, জামাল কোম্পানী, যুবলীগ নেতা আনু মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা ভূট্টোসহ এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম জোয়ারিয়ানালা নন্দাখালী পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ৭টি স্থান ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ বাড়ি এবং রশিদ নগর উল্টাখালী পানি উন্নয়ন বোর্ডের ১৭বি স্লুইচ গেইটের বেড়িবাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙন পরিদর্শনে গেলে এলাকার শত শত মানুষ তাকে স্বাগত জানান।
উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, শীঘ্রই জোয়ারিয়য়ানলা নন্দাখালী ও রশিদ নগর উল্টাখালী পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ মেরামত এবং ক্ষতিগ্রস্থ ঘরবাড়ির পুর্নবাসনে উদ্যোগ নেয়া হবে বলে এলাকাবাসীকে আশ্বাস প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।