৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

রামুতে একযোগে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

হাফিজুল ইসলাম চৌধুরীঃ কক্সবাজারের রামু উপজেলায় সোমবার (৩০ অক্টোবর) একযোগে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। এর মধ্যে ছিল ১৮টি উচ্চবিদ্যালয়, ১১টি মাদ্রাসা এবং ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
“পৃথিবীকে যেমন পেয়েছ, তার চেয়ে একটু শ্রেষ্ঠতর রেখে যেতে চেষ্টা কর” ব্যাডেন পাওয়েলের এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ স্কাউটস- রামু উপজেলা শাখা কর্মসূচীর আয়োজন করেন।
দুপুর ২টায় রামু উপজেলা পরিষদ চত্তরে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহজাহান আলি। এসময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আগামীদিনের নেতৃত্ব গ্রহণের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। এ উদ্যোগটি একটি সময় সারা দেশে, এমনকি সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রায় উপজেলা স্কাউটসের কমিশনার মোহাম্মদ তৈয়ব, উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.তৈয়ব চৌধুরী, স্কাউটসের চট্টগ্রাম অঞ্চলের প্রশিক্ষক নেতা আ.ন.ম আজগর হোসাইন, রামু উপজেলা স্কাউটসের সম্পাদক সুকুমার বড়ুয়া, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা নজরুল ইসলাম, আজিজুল হক হেলালী, স্কাউটস লিডার আঙ্গুর বালা দাশ, জামাল হোছাইন চৌধুরী, আবদুল্লাহ জামান, মোজাফ্ফর আহমদ, কাব লিডার সিপন বড়ুয়া, সুরজিত বড়ুয়া, রোভার তানজীদ প্রমূখ অংশ নেন।
শোভাযাত্রা শেষে ইউএনও, শিক্ষক এবং ছাত্রছাত্রী সকলেই উপজেলা পরিষদ কম্পাউন্ড পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে হাত লাগান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।