১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

মিথ্যা মামলা দিয়ে ভুট্টোর জনপ্রিয়তা কমানো যাবে না – এমপি কমল

received_1817213421870224
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, ১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেত্রী শেখ হাসিনা। তিনি সর্বহারা হয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। দেশের গন্ডি পেরিয়ে শেখ হাসিনা বিশ্বনেত্রীতে পরিণত হয়েছে। এ অর্জন বাংলাদেশের। এ অর্জন আমাদের। আমরা উন্নয়ন চাই। সরকার উন্নয়নে বিশ্বাসী। মানুষ দারিদ্রমুক্ত হয়েছে। এখন কোন মানুষ ছেঁড়া কাপড় পড়েন না। সবাই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছে। ইতিমধ্যে মানুষের চাহিদা না থাকা স্বত্বেও শেখ হাসিনা ১০ টাকা দামে উন্নতমানের চাল বিতরণ করছেন।
রোববার (৩০ অক্টোবর) বিকাল ৪টার দিকে রামু উপজেলার ঈদগড় ষ্টেশনে মিথ্যা মামলায় কারা নির্যাতিত চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো’র গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের অন্যতম শ্রেষ্ঠ বক্তা সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, গুটিকয়েক জনবিচ্ছিন্ন নেতা ঈদগড়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে চেয়ারম্যান ভুট্টোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে জেল খাটিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে মিথ্যা মামলায় জড়িতে সাময়িক ভাবে হয়রাণী করা যায়। কিন্তু একজন নেতার জনপ্রিয়তাকে কোন ভাবেই কমানো যায় না। এ গণসংবর্ধনাই ভুট্টো’র ব্যাপক জনপ্রিয়তা প্রমাণ করে। খুব দ্রুত সময়ের মধ্যে ঈদগড়ের রাস্তা-ঘাটের উন্নয়ন শুরু হবে-যোগ করেন এমপি কমল।
আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি, মুক্তিযোদ্ধা কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, রামু উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তরুণ বড়–য়া, আওয়ামীলীগ নেতা শামসুল আলম চেয়ারম্যান, ফতেখাঁরকুলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, সাবেক চেয়ারম্যান এম.এম নুরুচ্ছফা, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার নুরু, খুনিয়া পালং চেয়ারম্যান আব্দুল মাবুদ, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহাম্মদ, নুরুল হক, ছৈয়দ মোহাম্মদ আব্দুস শুক্কুর, যুবলীগ নেতা নবীউল হক আরকান, সাংবাদিক খালেদ হোসেন টাপু, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, যুবলীগ নেতা ইছহাক চৌধুরী, ব্যবসায়ি নুরুল হক, আওয়ামীলীগ নেতা মকবুল আহাম্মদ সওদাগর প্রমূখ।
এদিকে, এ গণসংবর্ধনাকে ঘিরে বিভিন্ন সড়কে একাধিক তোরণ নির্মাণ করা হয়। এছাড়াও এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সাংসদ কমল, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম ও কারানির্যাতি চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো’র ঈদগড় আগমণকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে রং বেরং এর ব্যানার-ফেষ্টুন টাঙিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে সাংসদ কমলের নেতৃত্বে নেতৃবৃন্দ ঈদগাঁও ষ্টেশনে পৌঁছুলে গাড়ি বহর নিয়ে অতিথিদের বরণ করে ঈদগড় ষ্টেশনের সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে যান ঈদগড় ইউনিয়নের হাজারো জনতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।