২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

বাইশারীতে বোরোধানে পোকার আক্রমন: দিশেহারা কৃষক

fffff
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বোরো ধানে পোকার আক্রমন দেখা দিয়েছে। ফলে মওসুমের শুরুতেই পাতা লাল হয়ে যাওয়া, মাজরা ও পাতামোড়ানো পোকা আক্রমন করায় কৃষকরা চিহ্নিত হয়ে পড়েছেন।
ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ধানের গোছা যখন কালো হয়ে মোটা হতে শুরু করছে তখনই পাতামোড়ানো পোকা ও মাজরা পোকা আক্রমন শুরু করেছে। বাজারের কীটনাশক ছিটিয়েও তেমন লাভ হচ্ছে না।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, বাজারে যেসব কীটনাশক পাওয়া যাচ্ছে, তা পোকা দমনে দেমন কার্যকর নয়। বেশি লাভের আশায় অসাধু সার ব্যবসায়ীরা নি¤œমানের কীটনাশক বিক্রি করছেন।
এ দিকে সরকার নির্ধারিত ৮০০ টাকার ইউরিয়া সার (৫০ কেজি) বাইশারীর বিভিন্ন স্থানে ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ছোট দানার ইউরিয়া সার তেমনটা পাওয়া যায় না। তবে টাকা বেশি দেয়ার কথা বললে সাব ডিলাররা দিতে রাজি হন। তাছাড়া মোটা দানার সারও ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কৃষকরা আরো বলেন, চিকনদানার সার ক্ষেতে ছিটানো সহজ হওয়ায় এলাকায় এর চাহিদা অনেক বেশি। আর এ সুযোগে ডিলার বা সাব ডিলার এ সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মোটাদানার সার কিনতে কৃষকদের বাধ্য করছে।
এ বিষয়ে বাইশারীর দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম পোকা আক্রমনের বিষয়টি স্বীকার করে বলেন, ধানক্ষেতে পোকা আক্রমন করতেই পারে। তবে এ ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।