২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ  

বন্ধুর সাথে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক কলেজছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান।
নিহত ফারহানা আফরিন শিফা (১৯) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া টিচার পাড়ার মো. আফসার উদ্দিনের মেয়ে। সে কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
ঘটনায় আহত হয়েছে নিহতের বন্ধু শহীদুল আমিন ওরফে তানিব (২২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার জাহেদুল ইসলামের ছেলে। সে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র।
ঘটনায় হতাহতের স্বজন ও স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, সোমবার সকালে দুই বন্ধু-বান্ধবী মোটর সাইকেল যোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ ঘুরতে যান। বেলা ১২ টায় কক্সবাজার ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ীটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে বান্ধবীর মৃত্যু ঘটে এবং বন্ধু গুরুতর আহত হয়। পরে আহত যুবককে স্থানীয়রা উদ্ধার কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত কলেজছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পরিদর্শক মশিউর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।