২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ   ●  বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা   ●  কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত   ●  জলকেলি উৎসবের বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে মেয়র মাহাবুব   ●  উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি নুরেআলম মিনা

কালারমারছড়ায় আলোচনা সভায় চেয়ারম্যান তারেক শরীফ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে বাঙ্গালী পেয়ে যায় স্বাধীন দেশের মানচিত্র

সংবাদদাতা:
৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন । সারা বাংলার মানুষ বঙ্গবন্ধুর দিকনির্দেশনা পাওয়ার প্রতীক্ষায় উদগ্রীব সেদিন । সারা দেশের মানুষ উন্মুখ হয়ে বসেছিল সেই ভাষণের প্রতীক্ষায়। বঙ্গবন্ধুর সেদিনের সেই ভাষণ শুধু বাংলার নয়, সমগ্র পৃথিবী জুড়ে মানবমুক্তির আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী উদাহরণ । বঙ্গবন্ধু মানুষের মুক্তির আন্দোলনের পথে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হন । স্বাধীন বাংলাদেশে তিনিই হয়ে ওঠেন জাতীর জনক । সেদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ । ৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ঘোষণায় বাঙ্গালী জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা । এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে । বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, তিনি অন্তরের গভীরে যা বিশ্বাস করতেন, বক্তৃতায় তাই ব্যক্ত করতেন । ফাঁসির মঞ্চে গিয়েও তিনি তা থেকে বিচ্যুত হননি । বঙ্গবন্ধুর ৭ মার্চের তাৎপর্য ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ।

কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল ৭মার্চ সোমবার বিকাল ৫টার সময় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ঐতিহাসিক বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণের তাৎপর্য ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম । ছাত্রলীগ নেতা জিয়াবুল হক এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভায় সঞ্চালনা করেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম টিপু । আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন , আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন , দীলিপ কুমার শীল , ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ছৈয়দ , ৮নং আওয়ামীলীগের সভাপতি আব্দু শুক্কুর , কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল আমিন বাচ্চু , কালারমারছড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সেলিম উল্লাহ , কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কাসেম , সাংগঠনিক সম্পাদক মোঃ জিসান উদ্দিন জিসান , ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দরত উল্লাহ ও ইউপি সচিব নজরুল ইসলাম প্রমূখ । বঙ্গবন্ধুর ৭ মার্চের তাৎপর্য ও আলাচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , তরুণ আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক আলাউদ্দিন , কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ , কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুস সালাম , ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনছুর আহমদ , মোঃ আরিফ , ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনির আহমদ , ছাত্রলীগ নেতা সিরাজ , ১নং ওয়ার্ড যুবলীগ নেতা নেজাম উদ্দিন সহ আওয়ামীলীগ ও কালারমারছড়া ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।