২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু   ●  স্বদেশ ফিরতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ   ●  মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ রামু ক্রসিং হাইওয়ে থানার   ●  কক্সবাজারে হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিল ছাত্রলীগ   ●  রামুতে এক ঘন্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ হতাহত চার   ●  সুগন্ধা পয়েন্টের লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা   ●  সাংবাদিক রাশেদুল মজিদের উপর পুলিশের হামলা, এক সদস্যের তদন্ত কমিটি   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের ‘আসকারায়’ যত্রতত্র পার্কিং, কোটি টাকার বাণিজ্য   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের অনিয়ম-দূর্নীতি ও প্রকাশ্যে চাঁদাবাজি   ●  ড্রাইভিং পেশায় মহিলাদের সুযোগ দিলেন সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস

পেকুয়ায় বিমান থেকে ছিটকে পড়ল ‘ডেমো বোমা’

কক্সবাজারের পেকুয়ায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে অজ্ঞাত কারণে ছিটকে পড়া ‘ডেমো বোমা’ উদ্ধার করেছে পুলিশ; তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার বিকাল ৩ টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার সংলগ্ন উপকূলীয় এলাকার বেড়ীবাঁধে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশের চকরিয়া সার্কেলের (চকরিয়া ও পেকুয়া) এএসপি কাজী মতিউল ইসলাম।

এএসপি মতিউল বলেন, ঘটনার পরপরই কক্সবাজার বিমানবন্দর ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, মঙ্গলবার বিকালে বিমান বাহিনীর একটি ‘নিয়মিত প্রশিক্ষণ বিমান’ উড্ডয়নরত ছিল। বিমানটি এ অবস্থায় আকাশপথে

পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “ এসময় বিমান বাহিনীর উড্ডয়নরত প্রশিক্ষণ বিমান থেকে সঙ্গে থাকা একটি ডেমো বোমা অজ্ঞাত কারণে ছিটকে পড়ে। ঘটনাটি প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে ডেমো বোমাটি উদ্ধার করা

হয়েছে। ”

মতিউল জানান, ছিটকে পড়া বোমাটি ঘটনাস্থলে এখনো পুলিশের নজরদারীর মধ্য দিয়ে ঘিরে রাখা হয়েছে। কক্সবাজার থেকে বিমান বাহিনীর সংশ্লিষ্ট

কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে ডেমো বোমাটি হস্তান্তর করা হবে।

কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত বলেন, পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে অজ্ঞাত কারণে একটি ডেমো বোমা ছিটকে পড়েছে বলে আমিও শুনেছি। বোমাটি নিয়ে আসতে কক্সবাজার থেকে বিমান বাহিনীর একটি দল মঙ্গলবার বিকালে কক্সবাজার থেকে রওনা দিয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে একটি ডেমো বোমা ছিটকে পড়ার খবর আমিও শুনেছি। এ ব্যাপারে বিমান বাহিনী ও কক্সবাজার বিমানবন্দরের সংশ্লিষ্টদের যথাযথভাবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।