২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

পবিত্র ওমরাহ পালনে এমপি কমল সৌদি আরব যাচ্ছেন রবিবার


কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল রামুর প্রবীন আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আগামী কাল রবিবার (১৪ মে)। তিনি রবিবার রাত সাড়ে ৮ টায় বাংলাদেশ বিমান যোগে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। পবিত্র ওমরাহ পালন শেষে সাংসদ কমল আগামী সংযুক্ত আরব আমিরাতে গমন করবেন। তিনি ২৪ মে সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং ২৫ মে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কক্সবাজার-রামুবাসির সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।
গতকাল পবিত্র জুমআ বার রামু কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ আদায় করে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ধর্মপ্রাণ মুসল্লী ও স্থানীয় মুরব্বি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিদায় নেন। এসময় তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেন। পরে মরহুম পিতা, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর কবর জিয়ারত করেন। এসময় সাংসদ কমলের সাথে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাত্রী সাংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক, রামুর বঙ্গবন্ধু পাগল মোহাম্মদ আলম, প্রবীন আওয়ামীলীগ নেতা মন্ডল পাড়া গ্রামের সর্দার রমজান আলী ও কোরবান আলী উপস্থিত ছিলেন। তাঁরাও সকলের কাছে দোয়া কামনা করেন।
এদিকে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র সৌদি আরব ও দুবাই যাত্রা উপলক্ষে গত ১১ মে বৃহষ্পতিবার বিকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের সাথে সৌজন্য সাক্ষাৎমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি রামু কক্সবাজারের সকল জনগণের কাছে দোয়া চেয়ে দুই সপ্তাহ’র জন্য দেশের বাইরে থাকা কালিন সময়ে সংগঠনের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি রামু উপজেলার নেতা-কর্মীদের তাঁর অবর্তমানে জেলা আওয়ামীলীগ সহ সভাপতি জাফর আলম চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের সাথে সমন্বয় রেখে সাংগঠনিকসহ সকল প্রকার কাজ করার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান, নুরুল হক কোম্পানী, চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ চৌধুরী প্রিন্স, রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান এমডি শাহ আলম, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া,আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ আব্দুশ শুক্কুর, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, যুবলীগ নেতা নবিউল হক আরকান, মাসুদুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাংসদ কমলের একান্ত সচিব মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাংসদ কমলের ব্যক্তিগত সচিব আবু বক্কর সিদ্দিক, মৎসজীবিলীগ নেতা আনচারুল হক ভুট্টো,তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সৈনিকলীগ আহবায়ক মিজানুল হক রাজা, যুগ্ম আহবায়ক রাশেদুল হক বাবু, মোঃ ইউনুচ, প্রকাশ সিকদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।