১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

দূর্যোগের সময় সরকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে

MP Eliasকক্সবাজার-১( চকরিয়া পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, যে কোন দূর্যোগের সময় এই সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। বন্যা দূর্গতদের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগ্রিয়ে আসতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও গ্রামীন অবকাঠামো গুলোও অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের কাজ করা হবে। বন্যার ক্ষয়ক্ষতি যাতে অতি সত্তর কাটিয়ে উঠা যায় সেজন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১১ জুলাই দুপুরে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ঢেমুশিয়া উচ্চ বিদ্যালয়ে ইউএসএআইডি’র অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহায়তায় এসএআরপিভির মাধ্যমে দেয়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএআরপিভি’র প্রধান নির্বাহী মোহাম্মদ শহিদুল হক, কেয়ার বাংলাদেশের সমন্বয়ক মোঃ শফিকুর রহমান, এসএআরপিভি’র আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকছুদুল আলম মুহিত, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, ঢেমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, এসএআরপিভি’র মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার নাজমুল হক নেহাল, উপজেলা ফোকাল পার্সন রাজেশ শর্মা, দায়িত্বপ্রাপ্ত ফিল্ড ফ্যাসিলিটেটর ইয়াছমিন সুলতানা, সুমি দত্ত, সাজ্জাদ হোসেন, ইউনিয়ন সুপার ভাইজার ফোরকান ও মোঃ খোরশেদ আলম মানিক, জিয়া, কেয়ার বাংলাদেশের ডিজেস্টার ফোকাল পার্সন এম ডি বাবুল আজম ও কেয়ারের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সরকারের জন প্রতিনিধি বৃন্দ।ইউএসএআইডি’র অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহায়তায় এসএআরপিভি সহযোগিতায় গত ৬ জুলাই থেকে এ উপজেলায় ১০টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০০(তিন হাজার ) পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারের মধ্যে ১৯ কেজি গম, ৩.৬৭৪ কেজি তৈল,০.৫ কেজি ডাল বিতরণ করা হয়। গতকাল ১১ জুলাই বন্যা দুর্গতদের মাঝে এবারের মতো এ ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।